For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারে হবে সূচি মেনেই বিশ্বকাপ, নতুন এআইএফএফ সভাপতি নিয়ে কী বলছেন সৌরভ?

Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। আজ ফিফার তরফে এ কথা জানানো হয়েছে। ফেডারেশনের কাজকর্মে তৃতীয় পক্ষের প্রভাবের কারণে ফিফা গত ১৫ অগাস্ট এআইএফএফকে নির্বাসিত করেছিল। যদিও তারপর ফিফার নির্দেশ মেনে ফেডারেশনে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার পরেই উজ্জ্বল হয়েছিল ব্যান ওঠার সম্ভাবনা। আজ তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নির্বাসন তুলল ফিফা

নির্বাসন তুলল ফিফা

ফিফার তরফে জানানো হয়েছে, এআইএফএফের উপর জারি করা নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ ফিফা কাউন্সিলের ব্যুরো। নির্বাসন ওঠায় ভারতই অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকছে। নির্বাসন বহাল থাকলে ভারত থেকে এই প্রতিযোগিতা সরানো হতো। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রককে নির্দেশ দিয়েছিল ফিফার সঙ্গে যোগাযোগরক্ষা করতে। শীর্ষ আদালত নিযুক্ত প্রশাসকমণ্ডলী নতুন সংবিধান তৈরি করে যেভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পাদনের উদ্যোগ নিয়েছিল তাতেই ফিফার নির্বাসনের মুখে পড়ে এআইএফএফ।

ফেডারেশনের পাশে

ফেডারেশনের পাশে

যদিও এরপরই সুপ্রিম কোর্ট ওই তিন সদস্যের প্রশাসকমণ্ডলীকে সরিয়ে দিয়েছিল। তারপর ফেডারেশনের নতুন কমিটি গঠনের জন্য নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ওই প্রশাসকমণ্ডলীকে নিষ্ক্রিয় করে দেওয়ার কারণেই ফিফা ভারতের উপর থেকে নির্বাসন তুলে নিল বলে জানিয়েছে। ফেডারেশনের কাজকর্ম ওই প্রশাসকমণ্ডলীর নিয়ন্ত্রণাধীনে আর নেই। এআইএফএফ এককভাবেই দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করছে। উল্লেখ্য, ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ২ সেপ্টেম্বর। নির্বাচন প্রক্রিয়া সম্পাদন করা এবং নতুন কমিটি গঠনের বিষয়ে ফিফা ও এএফসি সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ভারতেই

অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ভারতেই

ফিফা আরও জানিয়ে দিয়েছে, ভারতের উপর থেকে নির্বাসন উঠে যাওয়ায় নির্ধারিত সূচি মেনে ভারতেই হবে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। ১১ অক্টোবর শুরু হয়ে তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ফিফার সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস এটিকে মোহনবাগান শিবিরেও। ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে সবুজ মেরুনের ইন্টার জোনাল সেমিফাইনাল রয়েছে। ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন উঠে যাওয়ায় এই ম্যাচটি হতেও বাধা থাকল না। তবে ভারতীয় ফুটবল দলের আগামী মাসে যে দুটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হওয়ার কথা তা বাতিল হয়েছিল। এখন নতুন কোনও দেশের বিরুদ্ধে খেলা হবে, নাকি পূর্বনির্ধারিত সূচি মেনেই খেলা হবে তা বলবে সময়।

 সভাপতি হচ্ছেন প্রাক্তন ফুটবলার, স্বাগত জানালেন সৌরভ

সভাপতি হচ্ছেন প্রাক্তন ফুটবলার, স্বাগত জানালেন সৌরভ

এদিকে, ফেডারেশনের সভাপতি পদে ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার সঙ্গে লড়াই হচ্ছে প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবের। এআইএফএফ সভাপতি পদে প্রাক্তন জাতীয় ফুটবলারের বসা সময়ের অপেক্ষা। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে আজই ভাইচুং ভুটিয়া ক্রীড়া প্রশাসনে সৌরভের সাফল্যের কথা তুলে ধরে নিজে প্রশাসক হিসেবে সফল হবেন বলে জোরালো গলায় দাবি করেছেন। তবে ফেভারিট কল্যাণই। সৌরভ এদিন বলেন, ক্রীড়া প্রশাসনে স্পোর্টসম্যান আসা সব সময়ই ভালো। তাঁদের খেলার বিষয়ে অনেক জ্ঞান থাকে। কল্যাণ ও ভাইচুং দুজনকেই শুভেচ্ছা জানান বিসিসিআই সভাপতি।

বিশ্ব ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল চিরাগ-সাত্ত্বিক জুটি, সেমিফাইনালে পৌঁছে নিশ্চিত প্রথম পদকবিশ্ব ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল চিরাগ-সাত্ত্বিক জুটি, সেমিফাইনালে পৌঁছে নিশ্চিত প্রথম পদক

English summary
FIFA Decided To Lift The Suspension Imposed On The AIFF Due To Undue Third-Party Influence. Sourav Ganguly Opines Former Footballers Will Be Successful As Administrator.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X