For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জের, কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে ছেঁটে ফেলল ফিফা

  • By
  • |
Google Oneindia Bengali News

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার কড়া মাশুল এবার ফুটবলের ময়দানে দিতে হচ্ছে রাশিয়াকে। কারণ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এবং ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা রাশিয়ার বিশ্বকাপ খেলা এবং ক্লাব লিগে খেলা অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে। রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ থেকে কার্যত নিষ্কাশিত করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার উয়েফা রাশিয়ান সংস্থা গ্যাসপ্রমের সঙ্গে পার্টনারশিপ পর্যন্ত বাতিল করেছে।

কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে ছেঁটে ফেলল ফিফা

আগামী বিশ্বকাপ এবছর কাতারে অনুষ্ঠিত হতে চলেছে। তারই একটি যোগ্যতা নির্ধারক ম্যাচ এই মার্চ মাসে খেলার কথা ছিল রাশিয়ার। অন্যদিকে রাশিয়ার মহিলা দল আগামী জুলাই ইংল্যান্ডে হতে চলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ইতিমধ্যে যোগ্যতা অর্জন করে ফেলেছিল।

এদিনের ঘোষণার ফলে রাশিয়ার যে ক্লাবগুলি ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে খেলে তাদের ওপর বড় আঘাত নেমে এল। কারণ ফিফা এবং উয়েফা এদিন সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ার সব ধরনের দল তা জাতীয় হোক অথবা ক্লাব - সবকটিকেই যেকোনও ধরনের টুর্নামেন্টে যোগদান করা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হচ্ছে। এদিন যৌথ বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে পোল্যান্ডে বিপক্ষে রাশিয়ার সেমিফাইনাল ম্যাচ ছিল। সেটি জিতলে ফাইনালে সুইডেন অথবা চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২৯ মার্চ খেলতে হত রাশিয়াকে। এই তিন প্রতিপক্ষ দল রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দেয়। পোল্যান্ড জানিয়ে দেয়, রাশিয়ার বিরুদ্ধে খেলা তাঁদের পক্ষে সম্ভব হবে না। ফিফাকে রীতিমতো নিজেদের অসন্তোষের কথা তাঁরা জানিয়ে দেন।

তারপরই ফিফার তরফে বিবৃতিতে জানানো হয়, সকলে একজোট রয়েছেন ফুটবলের স্বার্থে। এবং প্রত্যেকে ইউক্রেনে আক্রান্ত মানুষের পাশে রয়েছেন। সকলেই আশা করছেন ইউক্রেনে খুব তাড়াতাড়ি অবস্থার উন্নতি হবে।

ঘটনা হল, প্রথমে ফিফা রাশিয়াকে নিয়ে ততোটা কঠোর মনোভাব না দেখানোয় অনেকেই ক্ষুব্ধ হন এবং সরাসরি জানিয়ে দেন তাদের অসন্তোষের কথা। অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে ফিফা অথবা উয়েফা চ্যাম্পিয়নশিপে খেলবে না বলে জানানো হয়। তারপরই একপ্রকার বাধ্য হয়ে ফিফা রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হল। এর ফলে এবছরের বিশ্বকাপে আর রাশিয়ার ফুটবল খেলা সম্ভব হবে না। এই নির্বাসন কবে উঠবে তাও স্পষ্ট করে জানানো হয়নি এদিন। ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ খেলা বন্ধ হয়ে গেল।

English summary
Fifa and Uefa expel Russia from Football World Cup and Local tournaments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X