For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এগারো ভারতীয়ের ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, তবু থামল গোয়ার দৌড়

এগারো ভারতীয়ের ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে বিদেশি ছাড়াই মাঠে নেমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস রচনা করল এফসি গোয়া। মাঠ দাঁপালেন এগারো জন ভারতীয়। লড়েও অবশেষে হেরেই মাঠ ছাড়লেন ধীরজ সিং-রা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দৌড় থামলেও গোয়ার লড়াই দেখে মুগ্ধ হয়েছে ফুটবল মহল। গ্রুপের তৃতীয় স্থানে অভিযান শেষ করল ভারতীয় ক্লাব।

এগারো ভারতীয়ের ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, তবু থামল গোয়ার দৌড়

করোনা ভাইরাসে বাাড়বাড়ন্তে ভারত ছেড়েছেন গোয়ার বিদেশি ফুটবলাররা। তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করেছে স্পেন সরকার। দেশে ফিরে গিয়েছেন দলের বিদেশি কোচ জুয়ান ফেরান্দোও। ফলে একেবারে দেশি দল নিয়ে ঘরের মাঠ ফতোরদার পণ্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ই গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলেতে নেমেছিল এফসি গোয়া। প্রতিপক্ষ ছিল শক্তিশালী আল ওয়াহদা। করোনা ভাইরাসের আবহে বিদেশি ফুটবলারদের ছাড়া মাঠে নেমে প্রথম থেকেই রক্ষণাত্মক মেজাজে খেলতে থাকে ভারতীয় ক্লাব। অন্যদিকে প্রতিপক্ষ দল গোয়ার গোলমুখে আক্রমণের ঝড় বইয়ে দেয়। তবু দুর্দান্ত দক্ষতায় ম্যাচের প্রথমার্ধে আল ওয়াহদাকে গোল করা থেকে বিরত করেন ভারতীয় ফুটবলাররা।

গোলশূন্য অবস্থায় কেটে যায় দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট। তারপরেই ভেঙে যায় গোয়ার রক্ষণ। ৬১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন আল ওয়াহদার ওমর খারিবিন। ম্যাচের একদম শেষ মুহুর্তে দ্বিতীয় গোলটি করে গোয়ার প্রতিপক্ষ। মহম্মদ বারকোয়েশের বুটের জাদুতে ম্যাচে জয় নিশ্চিত হয় আল ওয়াহদার। তবে ম্যাচ জুড়ে গোয়ার এগারো জন ভারতীয় ফুটবলার যে লড়াইটা করেছেন, তা প্রশংসীত হয়েছে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ই গ্রুপে মোট ৬ ম্যাচে খেলে তিনটিতে হেরেছে এফসি গোয়া। তিনটি ম্যাচ ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অভিযান শেষ করল ভারতীয় ক্লাব। ৬ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে পার্সপোলিস। ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে আল ওয়াহদা।

English summary
FC Goa finishes 3rd in E group of Asian Champions League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X