
গত মরসুমে আইএসএল শিল্ড জয়ী দলের বিরুদ্ধে সহজ জয় এফসি গোয়ার
ঘরের মাঠে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে সহজ জয় পেল এফসি গোয়া। ফতোরদা স্টেডিয়ামে গতবারের আইএসএল শিল্ড জয়ী দলকে ৩-০ গোলে পরাজিত করল কমলা জার্সিধারীরা। এফসি গোয়ার হয়ে এই ম্যাচের তিনটি গোল করেন ইকের গুয়ারটসেনা, নোয়া সাদাউ এবং ব্রিসন ফার্নান্ডেজ।

বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই রিডিম তালাং-এর পাস ধরে এফসি গোয়াকে এগিয়ে দেন ইকের। পাহাড়ি ফুটবলারটির বাড়ানো বল থেকে যদি গোল না করতে পারতেন ইকের তা হলে সেটি হতো অবাক করার মতো বিষয়। এই গোলের ১০ মিনিটের মধ্যে ম্যাচের দ্বিতীয় গোলটি করে এফসি গোয়া। ব্রেন্ডন ফার্নান্ডেজের পাস ধরে মরক্কোর ফরওয়ার্ড নোয়া সাদাউ। প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনও ঘটনা এই ম্য়াচে ঘটেনি। মাঝমাঠেই বেশির ভাগ খেলা হয়েছে।
দ্বিতীয়ার্ধ ছিল অনেক বেশি ঘটনা বহুল। জোড়া পরিবর্তন নিয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকে মাঠে নামে জামশেদপুর। ৫৫ মিনিটে নেওয়া হয় আরও দুইটি পরিবর্তন কিন্তু কোনও কিছুতেই এ দিন গোলের রাস্তা খুঁজে পায়নি গত আইএসএল-এর শিল্ড জয়ী দলটি। ৭২ মিনিটে ঋত্বিক দাসের পরিবর্তে সেমিলেন ডংগেলকে মাঠে নামান জামশেদপুরের প্রশিক্ষক কিন্তু তাতেও কাঙ্খিত গোলের দেখা পায়নি টাটা গোষ্ঠীর দল।
ড্যানিয়েল চিমা চুকুর মতো হাইপ্রোফাইল তারকাকে নিয়ে যে দলের আক্রমণভাগ তৈরি সেই দলকে গোল পেতে এত সমস্যায় পড়তে হবে তা হয়তো অতি বড় এফসি গোয়া সমর্থক ভাবেননি। তবে, গোল পাওয়ার জন্য মরিয়া চেষ্টা পরে ব্যর্থ হলেও এফসি গোয়া দ্বিতীয়ার্ধেও একটি গোল তুলে নেয় এবং ৩-০ গোলে পরাজিত করে জামশেদপুরকে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ব্রেন্ডন ফার্নান্ডেজের পরিবর্তে মাঠে নামা ব্রিসন ফার্নান্ডেজ এফসি গোয়ার হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করে। সেভিয়র গামার পাস থেকে গোলটি করে যান তিনি। এই ম্যাচে জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ দ্বিতীয় স্থানে পৌঁছে গেল এফসি গোয়া। অপর দিকে, সমসংখ্যক ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে জামশেদপুর রইল অষ্টম স্থানে।