For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা পেল গোয়া

প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা পেল গোয়া

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে দুর্বার গতিতে ছুটছে এফসি গোয়া। যার সুফল হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ পর্যায়ে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল এফসি গোয়া। ভারতের প্রথম ক্লাব হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পেল গোয়া। আইএসএলে শীর্ষে শেষে লিগ পর্ব শেষ করায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে খেলার সুযোগ মিলেছে।

পাঁচ গোলের ম্যাচ

বুধবার জামশেদপুরের মাঠে জামশেদপুরকে এফসি গোয়া ৫-০ গোলে হারায়। গোয়ার হয়ে করোমিনাস ১১ মিনিট দলকে এগিয়ে দেন। জামশেদপুরের দুর্বল রক্ষণ ভেদ করে বৌমু'র ঠিকানা লেখা পাস এগিয়ে দিয়েছিলেন। সেই পাস থেকে করোমিনাস সহজ গোল করে যান

দ্বিতীয়ার্ধে গোল বন্যা

প্রথমার্ধে গোয়া এরপর আর গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোল আসছিল না। শেষ পর্যন্ত ৭০ মিনিটে গোয়া গোলের দেখা যায়। হুগো বৌমু ড্রপ শটে গোল করে যান। শেষ ছয় মিনিটে এরপর গোয়ার তিন গোল। ৮৪ মিনিট জ্যাকিচাঁদ সিং জামশেদপুরের রক্ষণকে পিছনে ফেলে গোল করে যান। এবারও গোলের নির্ণায়ক পাসটি বৌমু বাড়িয়েছিলেন।৮৭ মিনিট ফল একটি ও ৯০ মিনিটে বৌমু নিজের দ্বিতীয় ও ম্যাচের পঞ্চম গোলটি করেন।

শীর্ষস্থানের লডা়ইয়ে ছিল এটিকে

উল্লেখ্যে এবছর এফসি গোয়ার সঙ্গে এটিকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে ছিল। কিন্তু গত ম্যাচে ঘরের মাটিতে চেন্নাইনের কাছে হেরে লিগ শীর্ষে থাকার লড়াইয়ে এটিকে পিছিয়ে পরে । শেষ পর্যন্ত গোয়ার ক্লাব ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে তারা আইএসএল লিগ টেবিলের শীর্ষে লিগ পর্ব শেষ করল।

ইতিহাস গড়ল গোয়া

প্রসঙ্গত এর আগে মোহনবাগান সহ ভারতের একাধিক ক্লাব এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে খেলেছে। তবে কখনও গ্রুপ স্টেজ থেকে খেলার যোগ্যতা অর্জন করেনি। এবার ভারতের প্রথম ক্লাব হিসেবে এফসি গোয়া সেই ইতিহাস লিখল।

English summary
fc goa beat jamshedpur by 5-0, first team from India qualify for AFC Champions League group stage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X