For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2021-22: রুদ্ধশ্বাস ম্যাচে কোনওক্রমে হার বাঁচালো কেরালা ব্লাস্টার্স

Google Oneindia Bengali News

রুদ্ধশ্বাস ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধ ড্র করল কেরালা ব্লাস্টার্স। বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে ৪-৪ গোলে ড্র করল এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স। আট গোলের রুদ্ধশ্বাস ম্যাচে এইরাম কাবরেরা হ্যাটট্রিক করেন।

ILS 2021-22: রুদ্ধশ্বাস ম্যাচে কোনওক্রমে হার বাঁচালো কেরল ব্লাস্টার্স

যদিও ম্যাচের শুরুতে পর পর দুই গোলে পেরেরা ডিয়াজ এগিয়ে দেন কেরালা ব্লাস্টার্সকে। ১০ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষে সাজ ঘরে ফেরে কেরালা।

প্রথমার্ধের ফলাফল দেখে কেউই আন্দাজ করতে পারেননি দ্বিতীয়ার্ধে এই ম্যাচই অন্যতম উত্তেজক মোড় নেবে। মোট ছয়টি গোল হয় দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে এবং ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দুই গোলে পিছিয়ে থাকা গোয়াকে সমতায় ফেরান আইরাম। ৭৯ মিনিটে গোয়াকে প্রথম বারের জন্য ম্যাচে এগিয়ে দেন আইবান। ৮২ মিনিটে হ্যাটট্রিক সমপন্ন করে ৪-২ গোলে গোয়াকে এগিয়ে দেন আইরাম।

দুই গোলে প্রথমার্ধ শেষে এগিযে থাকা কেরালা এই ভাবে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শেষে হার বাঁচানোর লড়াই করবে তা কেউই কল্পনা করতে পারেননি। যদিও প্লে-অফের জন্য কোয়ালিফাই করা দলটিকেই এদিন দ্বিতীয়ার্ধে নাস্তানাবুদ করে ছাড়ে গোয়া। ৮৮ মিনিটে কেরালার হয়ে একটি গোল শোধ করেন ভিন্সি। ৯০ মিনিটে ভ্যাজকুইজের গোলে কোনওক্রমে হার বাঁচায় কেরালা।

ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। চতুর্থ দল হিসেবে শেষ চারে মাঠে নামবে তারা। এই ম্যাচে ড্র-এর ফলে ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট হল কেরালার। ২০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকল এফসি গোয়া।

English summary
FC Goa and Kerala Blasters shares points in the last match of league stage. The match ended when the score line was 4-4. A high intensity match proves the quality that ISL bring in indian football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X