তারকার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে করোনা! মাঝসমুদ্রে রোনাল্ডো-জর্জিনাকে পেয়ে তাই যা করলেন ফ্যানেরা
করোনা আবহে বিশ্বজুড়ে সর্বত্রই উদ্বেগের ছবি। ভাইরাসের মারণ থাবায় লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বজুড়ে কঠিন এই পরিস্থিতির মাঝেই ফুটবল শুরুতে সাময়িক স্বস্তি। কোভিড-১৯ প্রকোপ কমতে ইউরোপের বিভিন্ন দেশে এখন ফুটবলযজ্ঞ চলেছে। ইতিমধ্য স্থগিত থাকা প্রিমিয়র লিগ, লা-লিগা শেষ হয়েছে, সিরি এ লিগে চ্যাম্পিয়ন হয়েছে রোনাল্ডোর জুভেন্তাস। দলকে চ্যাম্পিয়ন করার ফুটবল থেকে এখন সাময়িক ছুটি। অগাস্টে আবার জুভের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নেমে পড়তে হবে। তার আগে স্ত্রী-ছেলে-মেয়েদের নিয়ে বিশালবহুল ইয়র্টে করে ছুটি মোডে বেরিয়ে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আর এই ছুটি কাটাতেই গিয়েই ফ্যানদের মুখোমুখি রোনাল্ডো-জর্জিনা! করোনা আবহে মাঠে এখন দর্শকদের মাঠে প্রবেশে বাধা রয়েছে। ফলে প্রিয় তারকাকে ফ্যানেরা এখন আর কাছ দেখার সুযোগ নেই।

এই পরিস্থিতিতে রোনাল্ডোর সঙ্গে তাঁর ভক্তদের দূরত্ব বেড়েছে। বান্ধবীকে নিয়ে রোনাল্ডো ঘুরতে বেরালে, ফ্যানেরো সমুদ্রসৈকতে তারকা ফুটবলারকে একা পওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি। সেই কারণেই সৈকতে সাঁতার কাটা অবস্থায় রোনাল্ডো ভক্তরা তারকার বোট ঘিরে ধরে। এরপর সাঁতার কাটতে কাটতেই রোনাল্ডো ও বান্ধবী জর্জিনাকে গান শুনিয়ে ফ্যানেরা বোটে উঠে আসতে চায়। শেষ পর্যন্ত অবশ্য রোনাল্ডো-জর্জিনা ফ্যানেদের উদ্দেশ হাত নেড়ে তাঁদের মন ভরিয়েছেন বোটে উঠে আসা থামিয়েছেন। করোনা নিয়ে উদ্বেগের মাঠে ছুটি কাটাতে গিয়ে ফ্যানেদের থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত ফুটবলার।