For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের অতি নিম্নমানের সম্প্রচার জিও সিনেমায়, সারা দেশের সমর্থকদের ক্ষোভের মুখে স্ট্রিমিং প্ল্যাটফর্ম

বিশ্বকাপের অতি নিম্নমানের সম্প্রচার জিও সিনেমায়, সারা দেশের সমর্থকদের ক্ষোভের মুখে স্ট্রিমিং প্ল্যাটফর্ম

Google Oneindia Bengali News

রবিবার জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আল খোর-এর আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন মর্গ্যান ফ্রিম্যান, বিটিএস-এর সদস্য জুং কুক। তবে, এই সব কিছুই ভাল মতো উপভোগ করতে পারেননি ভারতীয় সমর্থকেরা এই বিশ্বকাপের সম্প্রচারের দায়িত্বে থাকা 'জিও সিনেমা'র ব্যর্থতায়। বহু সমর্থক জিও সিনেমার উপর ক্ষোভল উগড়ে দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ স্পোর্টিং ইভেন্টের জঘন্য কভারেজের জন্য।

জিও সিনেমায় সমস্যা:

জিও সিনেমায় সমস্যা:

বিশ্বকাপের সম্প্রচারের স্বত্ব রয়েছে রিলায়েন্সের হাতে। রিলায়েন্সের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় হচ্ছে বিশ্বকাপের সম্প্রচার। কিন্তু উদ্বোধনী দিন সারা দেশে জিও সিনেমা ব্যবহারকারীদের ব্যপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে প্ল্যাটফর্মটি যথাযথ কাজ না করায়। বারবার বাফারিং এবং টেনিক্যাল এররের কারণে বিশ্বের সেরা স্পোর্টিং ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেননি কোটি কোটি মানুষ, এমনকী ইকুয়েডর বনাম কাতার ম্যাচটিও দেখতে পারেনি।

আপডেট করেও কোনও লাভ হয়নি:

সমগ্র দেশ তুড়ে এই সমস্যায় ফলে টুইটারে জিও সিনেমার পক্ষ থেকে জানানো হয় অ্যাপলিকেশন আপডেট করার জন্য। কিন্তু আপডেট করার পরও দেখা যায় কোনও পরিবর্তন নেই। একই রকম সমস্যা জারি রয়েছে। নানান ভাবে চেষ্টা করেও এই সমস্যা মেটেনি।

ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকেরা:

জিও সিনেমার এই জঘন্য টেলিকাস্ট দেখে কার্যত নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিয়েছেন সমর্থকেরা। এক সমর্থক লিখেছেন, "অন্য কোথাও কি ভারতে বিশ্বকাপ দেখা যাবে ভারত থেকে? জিও সিনেমা জঘন্য, লাগাতার আটকে আটকে চলছে।"

মাথা ব্যথার কারণ:

মাইগ্রেন, হাইপারটেনশন, স্ট্রেস-এর ফলে যতটা না মাথা ব্যথা হয় তার থেকে বড় মাথা ব্যথার কারণ জিও সিনেমায় ফিফা বিশ্বকাপ দেখা। এমনই একটি ছবি টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন এক সমর্থক।

প্রথম ম্যাচের ফলাফল:

প্রথম ম্যাচের ফলাফল:

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে পরাজিত করে ইকুয়েডর। এনার ভ্যালেন্সিয়া জোড়া গোল করেন কাতারের হয়ে। এ দিন হোম টিমের সমর্থনে ৬০ হাজার দর্শক মাঠ ভরিয়ে ছিলেন। এ দিন তিন গোলে জিততে পারত ইকুয়েডর যদি ভ্যালেন্সিয়ার প্রথম গোলটি ভিআরএ-তে বাতিল না হতো।

English summary
Fans got frustrated over poor live streaming of World Cup in Jio Cinema.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X