For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো সমর্থক জোগার করে প্যারেডের আয়োজন কাতারে, ফের মুখে চুন-কালি বিশ্বকাপের আয়োজক দেশের

ভুয়ো সমর্থক জোগার করে প্যারেডের আয়োজন কাতারে, ফের মুখে চুন-কালি বিশ্বকাপের আয়োজক দেশের

Google Oneindia Bengali News

বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। কাতার বনাম ইকুয়েডরের মধ্যে প্রথম ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকেরা। বিশ্বকাপের ইতিহাসে এই বারের সংস্করণটি সব থেকে বেশি বিতর্কিত। শুধু হোস্ট সিলেসশনের ক্ষেত্রে বিতর্কই নয়, বিশ্বকাপের জন্য অস্থায়ী অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কারণে বারবার শিরোনামে উঠে এসেছে কাতার।

ভুয়ো সমর্থক জোগার করে প্যারেডের আয়োজন কাতারে, ফের মুখে চুন-কালি বিশ্বকাপের আয়োজক দেশের

এ বার কাতারকে ঘিরে তৈরি হয়েছে আরও এক নতুন বিতর্ক। দেশটির বিরুদ্ধে অভিযোগ ভুয়ো সমর্থকদের নিয়ে বিশ্বকাপে অংশ নিতে চলা দেশগুলির প্রি প্যারেড আয়োজন করেছে কাতার। বিশ্বকাপের মঞ্চে দেখা অবাস্তব ঘটনারগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে এই ঘটনার ছবি। দোহায় একচি প্যারেড আয়োজিত হয় বিশ্বকাপে অংশ নিতে চলা দলগুলি প্রতিনিধিত্ব করা হয়েছিল এবং সেখানে সেই দেশগুলির কিছু সমর্থককেও দেখা যায়, তবে যেই সমর্থকেরা অন্যান্য দেশের জার্সি পরে এই প্যারেডে অংশ নিচ্ছেলেন তারা সেই দেশের বসবাসকারী বা নাগরিক নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোর প্রতিবেদন অনুযায়ী, এই সমর্থকরা যাঁরা বিভিন্ন দেশের জার্সি পরে ছিলেন তাঁরা ভুয়ো। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিও থেকে এইগুলো বোঝা গিয়েছে। আরব দেশটির প্রতারণা করার প্রচেষ্টা বহু সমর্থক ধরে ফলেছেন। কাতারকে ঘিরে বিশ্বকাপের আগে যা যা বিতর্ক তৈরি হয়েছে তার সঙ্গে আরও একটি জুড়ল মাত্র। কাতারকে ঘিরে এত অভিযোগ রয়েছে যার কাছে এগুলো নেহাতই তুচ্ছ্য। প্রাক্তন ফিফা সভাপতি সেফ ব্লাটার কিছু দিন আগেই বলেছেন, "কাতারকে বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। বিশ্বকাপ এবং ফুটবলরে তুলনায় কাতার ছোট দেশ।" কাতারে একাধিক বিধি নিষেধ রয়েছে। এই দেশে সমকামীতা অবৈধ, মদ্যপান করে ধরা পড়া মানুষদের জন্য ডেটেনশন ক্যাম্পও রয়েছে।

চারটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন দুই হাইপ্রোফাইল ফুটবলারকে কাতারের জন্য দলে ডাক দিল লাতিন আমেরিকার এই দলচারটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন দুই হাইপ্রোফাইল ফুটবলারকে কাতারের জন্য দলে ডাক দিল লাতিন আমেরিকার এই দল

English summary
Fake fans were hired by Qatari Organizers for Parade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X