For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

East Bengal: ইমামি ইস্টবেঙ্গল ছাড়ছেন ইভান গঞ্জালেজ? জেনে নিন কী বললেন স্প্যানিশ তারকা

East Bengal: ইমামি ইস্টবেঙ্গল ছাড়ছেন ইভান গঞ্জালেজ? জেনে নিন কী বললেন স্প্যানিশ তারকা

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার হঠাৎই একটি খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের নাকি চাইছেন না স্প্যানিশ বিদেশি ইভান গঞ্জালেজকে। জনৈক একটি টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়, 'শুনছি ইভান গঞ্জালেজ হয়তো ইস্টবেঙ্গলে থাকবেন না। কারণ স্টিফেনের পছন্দ নয় তাঁকে।' দাবানলের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে। খবরের সত্যতা জানতে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেন ইভানের সঙ্গে।

হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ইভান গঞ্জালেজকে ছেড়ে দেওয়ার কথা:

হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ইভান গঞ্জালেজকে ছেড়ে দেওয়ার কথা:

বৃহস্পতিবার হঠাৎই একটি খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের নাকি চাইছেন না স্প্যানিশ বিদেশি ইভান গঞ্জালেজকে। জনৈক একটি টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়, 'শুনছি ইভান গঞ্জালেজ হয়তো ইস্টবেঙ্গলে থাকবেন না। কারণ স্টিফেনের পছন্দ নয় তাঁকে।' দাবানলের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে। খবরের সত্যতা জানতে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেন ইভানের সঙ্গে।

ফেক খবর ছড়ানো ওই টুইটের কমেন্টেকড়াজবাব ইভান গঞ্জালেজের:

এই টুইট ইভানের নজরে নিয়ে আসেন বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক। তার পরই স্পেনে বসেই ওই টুইটের মালিককে কড়া ভাষায় আক্রমণ করেন ইভান গঞ্জালেজ। কথার মধ্যে দিয়েই চরম অপমান করেন ওই ভুল খবর প্রেরককে। ভুয়ো প্রোফাইলটির করা টুইটে ইভান লেখেন, "কখনও কখনও মিথ্যা বলার থেকে চুপ করে থাকা ভাল।" যদিও নিজেকে সংবাদিক দাবি করা ওই নির্লজ্জ প্রোফাইল থেকে সেই ভুল খবর ছড়ানোর জন্য কোনও রকম ক্ষমা চাওয়া হয়নি।

স্টিফেন নিশ্চিত হওয়ার অনেক আগে থেকে ইস্টবেঙ্গল পাকা করেছে ইভান গঞ্জালেজকে:

স্টিফেন নিশ্চিত হওয়ার অনেক আগে থেকে ইস্টবেঙ্গল পাকা করেছে ইভান গঞ্জালেজকে:

স্টিফেন কনস্ট্যানটাইন ইস্টবেঙ্গলে নিশ্চিত হয়েছেন ১৫ দিনও হয়নি। সেখানে দল গঠনের শুরুর দিকেই ইভান গঞ্জালেজকে নিশ্চিত করে ইস্টবেঙ্গল ক্লাব। ইভানের সঙ্গে প্রাক মরসুম চুক্তি সমপন্ন করে ক্লাব। ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী নিয়ে দীর্ঘ ডামাডোলের মধ্যেও ক্লাবের পাশ থেকে সরে যাননি ইভান। তিনি সমস্ত পরিস্থিতি ঠিক হওয়ার অপেক্ষা করেছেন। একাধিক বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে থেকেছেন ইস্টবেঙ্গলের পাশে। ফলে ইভানকে যে কোনও মূল্যে ইস্টবেঙ্গল ছাড়বে না তা নিশ্চিত। এই মুহূর্তে মাদ্রিদে রয়েছেন তিনি। অগস্টের মাঝামাঝিতে পা রাখবেন কলকাতায়। এখনও পর্যন্ত সরকারী ভাবে সবে ১৩ জন ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল, লাল-হলুদে এই মরসুমে এখনও পর্যন্ত এক জনই বিদেশি রয়েছে এবং তিনি ইভান গঞ্জালেজ।

রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উথ্থান ইভান:

রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উথ্থান ইভান:

এই মুহূর্তে যে ক'জন সেন্টার ব্যাক খেলছেন ভারতীয় ফুটবলে তাদের মধ্যে অন্যতম ইভান গঞ্জালেজ। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে তৈরি হওয়া ইভান খেলেছেন রিয়াল মাদ্রিদ সি দলের হয়ে। এ ছাড়া তিনি খেলেছেন ডিপোর্টিভো লা করনার বি দলের হয়ে। ২০২০ সালে ভারতীয় ফুটবলে আবির্ভাব ঘটে ইভানের। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত তিনি এফসি গোয়ার রক্ষণ ভাগকে ভরসা জুগিয়েছেন। ক্লাবটির হয়ে করেছেন ৩৬ ম্যাচে ৩টি গোলও।

English summary
Fact Check whether ivan Gonzalez is leaving East Bengal, Know the truth. Ivan has made his presesce felt in indian fotball.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X