For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার ইচ্ছাপ্রকাশ লিভারপুল, পিএসজি-র

স্কটিশ ক্লাব সেলটিক ইস্টবেঙ্গলের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে আগ্রহ দেখানোর পর এবার পদ্মাপারের এই ক্লাবকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ ইংল্যান্ডের লিভারপুল ও ফ্রান্সের পিএসজির।

  • |
Google Oneindia Bengali News

স্কটিশ ক্লাব সেলটিক ইস্টবেঙ্গলের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে আগ্রহ দেখানোর পর এবার পদ্মাপারের এই ক্লাবকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ ইংল্যান্ডের লিভারপুল ও ফ্রান্সের পিএসজির। আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায় দুই ক্লাবের জনপ্রিয়তা দারুণ।

ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার ইচ্ছাপ্রকাশ লিভারপুল, পিএসজি-র

জানা গিয়েছে এবার দুই ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই স্কটিশ ক্লাব সেলটিকের প্রতিনিধিরা গত সপ্তাহে ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে গিয়েছেন।সেলটিকের মতো ইউরোপীয় ক্লাবের পক্ষ থেকে আর্থিকভাবে গাঁটছড়া বাঁধার বিষয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠক হয়েছে। সেলটিক কর্তারা নৈশালোকে ইস্টবেঙ্গল মাঠ ঘুরে দেখেন। ক্লাবের পরিকাঠামো ও ইতিহাস জানার পর ভারতের এই ক্লাবে তাঁরা বিনিয়োগ করতে রাজি। উল্লেখ্য এই মুহূর্তে বেঙ্গালুরুর সংস্থা কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ। তবে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক এখন তলানিতে।

লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেন, 'এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেক্ষেত্রে অর্থনৈতিক নয়, টেকনিক্যাল সাপোর্টের জন্যই এই দুই ক্লাব প্রস্তাব দিয়েছে। ক্লাব ভবিষ্যতে কোনও টুর্নামেন্টে খেলবে সেই সিদ্ধান্তের উপরই পুরোটা নির্ভর করছে।' প্রসঙ্গত পরের মরসুমে আইএসএলে খেলার পথে ইস্টবেঙ্গল।

English summary
european football club liverpool and psg wants to technical support for east bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X