For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020 : ড্র করে মান বাঁচাল বেলের ওয়েলস, সুযোগ হাতছাড়ার খেসারত দিল শাচিরির সুইজারল্যান্ড

Euro 2020 : সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোনওমতে ড্র করল গ্যারেথ বেলের ওয়েলস, ফলাফল ১-১

  • |
Google Oneindia Bengali News

একাধিক গোলের সুযোগ হাতছাড়া করার মাশুল গুনল সুইজারল্যান্ড। আজারবাইজানের বাকুতে গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল জেরদান শাচিরিদের। পিছিয়ে পড়ে কোনওমতে গোলশোধ দিয়ে এ যাত্রায় পতন বাঁচাল গ্যারেথ বেলের ওয়েলস।

Euro 2020 : ড্র করে মান বাঁচাল বেলের ওয়েলস, সুযোগ হাতছাড়ার খেসারত দিল শাচিরির সুইজারল্যান্ড

৩-৪-১-২ ছকে প্রথম একাদশ সাজিয়ে মাঠে দল নামিয়েছিলেন সুইজারল্যান্ডের কোচ ভ্লাদিমির পেতকোভিচ। ফলে প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতি নিয়ে ওয়েলসের রক্ষণভাগে বারবার ঝাঁপিয়ে পড়তে থাকে ইউরোপীয় মেসি বলে পরিচিত জেরদান শাচিরির দল প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যায় সুইজারল্যান্ড। তবু গোলশূন্য অবস্থাতেই ৪৫ মিনিট কাটাতে হয় জয়ী দলকে।

অন্যদিকে ৪-১-৪-১ ছকে প্রথম একাদশ সাজিয়ে মাঠে দল নামান ওয়েলসের কোচ রায়ান গিগস। কেইফার মোরকে সামনে রেখে অধিনায়ক গ্যারেথ বেলকে ডান দিকের উইং ধরে খেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তাঁকে যোগ্য সঙ্গত দিতে থাকেন ড্যানিয়েল জেমস, অ্যারন রামসে এবং জো মোরেলরা। তবু কোথাও যেন ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে হাঁটতে থাকে ওয়েলস। মূলত প্রতি আক্রমণ নির্ভর পরিকল্পনাতেই বাজিমাত করার চেষ্টা করে গিগসের দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ এবং খেলায় গতি বাড়ায় সুইজারল্যান্ড। বারবার ওয়েলসের ডি বক্সে ঢুকে গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেন ভ্লাদিমির পেতকোভিচের ছেলেরা। অতি সত্তর এর ফলাফলও হাতেনাতে পেয়ে যায় জেরদান শাচিরি অ্যান্ড কোং। দুর্দান্ত বোঝপড়ার মাধ্যমে ৪৯ মিনিটে ব্রেল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।

এক গোলে পিছিয়ে পড়েই রণনীতিতে খানিক পরিবর্তন আনে ওয়েলস। দুর্দান্ত বোঝাপড়ায় বেশ কয়েকটি অসাধারণ গোলের সুযোগ তৈরি করে ফেলেন গ্যারেথ বেলরা। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় অবশেষে সাফল্যের মুখে দেখে ওয়েলস। হেড থেকে গোল করেন কেইফার মোর। এরপরেই দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই একাধিকবার গোল করার খুব কাছে পৌঁছে যায়। ৮৫ মিনিটের মাথায় গোল করেও ফেলে সুইজারল্যান্ড। কিন্তু অফ সাইড থাকায় সেই গোল বাতিল করা হয়।

ম্যাচের একদম শেষ মুহুর্তে একের পর এক গোলের সুযোগ তৈরি করে ওয়েলস ডিফেন্সের ফাঁকগুলি তুলে ধরেন শাচিরি, এমবোলোরা। দুর্দান্ত দক্ষতায় দলের পতন আটকান ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড। ম্যাচে ৬০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে সুইজারল্যান্ড। ওয়েলসের গোলমুখে ১৮টি শট নেন শাচিরিরা। যার মধ্যে পাঁচটি শট তারা টার্গেটে রাখতে সক্ষম হন। অন্যদিকে ৯টি শটের মধ্যে দুটি বল টার্গেটে রাখতে পেরেছে গ্যারেথ বেলের ওয়েলস।

এ গ্রুপে প্রথম ম্যাচ ৩-০ গোলে জেতার কারণে তিন পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে ইতালি। ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে ওয়েলস ও সুইজারল্যান্ড। ইতালির বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে যাওয়া তুরস্ক গ্রুপ তালিকার চতুর্থ বা সর্বশেষ স্থানে অবস্থান করছে।

English summary
Euro Cup : Switzerland and Wales match finish with draw after neck to neck fight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X