For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro Cup 2020 : এবার করোনার থাবা পর্তুগাল শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা

Euro Cup 2020 : এবার করোনার থাবা পর্তুগাল শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা

  • |
Google Oneindia Bengali News

স্পেন এবং সুইডেনের পর এবার পর্তুগাল শিবিরে করোনা ভাইরাসের হানা। রাইট ব্যাক জোয়াও ক্যান্সেলোর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসায় তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। যা প্রথম ম্যাচের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। হতাশ হয়েছেন ফুটবল প্রেমীরা।

Euro Cup 2020 : এবার করোনার থাবা পর্তুগাল শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা

ইউরো কাপের এফ গ্রুপে থাকা পর্তুগাল আগামী ১৫ জুন হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের এবারের অভিযান শুরু করতে চলেছে। তার আগে নিয়মমাফির দলের প্রতি সদস্যের কোভিড ১৯ টেস্ট করা হয়। টেস্ট রিপোর্ট সামনে আসতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শিবিরের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। রীতিমতো বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে জোয়াও ক্যান্সেলো করোনা ভাইরাসে আক্রান্ত। আগামী ম্যাচ তো বটেই গোটা ইউরো কাপেই তিনি খেলতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত দলের থেকে আলাদা করে নিভৃতবাসে রাখা হয়েছে জোয়াও-কে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। দলের বাকি সদস্যের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়েছে।

প্রিমিয়ার লিগ জয়ী ম্যাঞ্চেস্টার সিটির রাইট ব্যাকের অভাব যে ইউরো কাপে অনুভূত হবে, তা মেনে নিচ্ছে পর্তুগাল। তাঁর পরিবর্ত হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শিবিরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দিয়েগো দোলোতকে নেওয়া হয়েছে। উল্লেখ্য ঘটনাবহুল ইউরো কাপ শুরু হওয়ার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেৎস। সুইডেনের দুই ফুটবলারের কোভিড ১৯ টেস্ট রিপোর্টও পজিটিভ এসেছিল। ইউরো কাপ শুরুর আগে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল রাশিয়া শিবিরেও।

Euro Cup 2020 : কেমন আছেন ক্রিশ্চিয়ান এরিকসন, বিবৃতি ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনেরEuro Cup 2020 : কেমন আছেন ক্রিশ্চিয়ান এরিকসন, বিবৃতি ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের

গত বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগালের কাছ থেকে এবার ভাল পারফরম্যান্স আশা করছেন ফুটবল প্রেমীরা। বিশেষ করে তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার নিজের সেরাটা উজাড় করে দেবেন বলে মনে করা হচ্ছে। তার আগে করোনা ভাইরাসের আতঙ্কে সেই উৎসাহে যে খানিকটা জল ঢেলে দিয়েছে, তা অনায়াসে বলে দেওয়া যায়। আগামী ১৯ জুন মিউনিখে জার্মানির মুখোমুখি হচ্ছে পর্তুগাল। ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে আশা।

English summary
Euro Cup 2020 : Portugal will miss Joao Cancelo because of coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X