For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020 : মোট কতবার কাপ জিতল ইতালি? সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

Euro 2020 : মোট কতবার কাপ জিতল ইতালি? সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

  • |
Google Oneindia Bengali News

ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। এ নিয়ে মোট কতবার একই খেতাব জিতলেন আজুরিরা। টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল, তা এক নজরে দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক এ সংক্রান্ত পরিসংখ্যান।

মোট কতবার ইউরো চ্যাম্পিয়ন ইতালি

মোট কতবার ইউরো চ্যাম্পিয়ন ইতালি

১৯৬৮ সালে শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ান হয়েছিল ইতালি। ফলে ৫৩ বছর পর দ্বিতীয় ইউরো কাপের খেতাব জিতে নিজেদের প্রমাণ করলেন আজুরিরা। সবমিলিয়ে ইতালি মোট দুই বার ইউরো খেতাব জিতেছে। সমপরিমাণ ইউরো খেতাব জিতেছে ফ্রান্সও (১৯৮৪, ২০০০)।

সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন কোন দেশ

সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন কোন দেশ

সবচেয়ে বেশিবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও স্পেন। ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে ইউরোপ সেরা হয়েছিল চার বারের বিশ্বজয়ীরা। অন্যদিকে স্পেন প্রথমবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় ১৯৬৪ সালে। ২০০৮ ও ২০১২ সালে আরও দুই বার একই খেতাজ জেতে ইনিয়েস্তা, জাভির দেশ।

একবার করে খেতাব জিতেছে কারা

একবার করে খেতাব জিতেছে কারা

এখনও পর্যন্ত একবার করে ইউরো কাপ জিতেছে মোট ৬টি দল। ১৯৬০ সালে ইউরো কাপ জিতেছিল রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)। ১৯৭৬ ও ১৯৮৮ সালে খেতাব জিতেছিল যথাক্রমে চেক প্রজাতন্ত্র ও নেদারল্যান্ডস। ১৯৯২ সালে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক। ২০০৪ সালে খেতাব জিতেছিল গ্রিস। ২০১৬ সালে নিজেদের একমাত্র ইউরো কাপ জিতেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

খেতাব জিততে পারেনি যে বড় দল

খেতাব জিততে পারেনি যে বড় দল

১৯৬০ সাল থেকে এখনও পর্যন্ত প্রথমবার ইউরো কাপের ফাইনালে উঠতে সক্ষম হওয়া ইংল্যান্ড ঘরের মাঠেও ট্রফি থেকে বঞ্চিত হল। ১৯৮০ সালের ইউরো কাপে রনার্স হয়েছিল বেলজিয়াম। ১৯৬০ ও ১৯৬৮ সালের ইউরো কাপে দ্বিতীয় স্থান লাভ করেছিল যুগস্লাভিয়া।

English summary
Euro 2020 : Which team has the record to win most time title
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X