For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020 : রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের হারে বি গ্রুপের মোকাবিলা টানটান, ফলাফল ১-০

Euro 2020 : রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের হারে বি গ্রুপের মোকাবিলা টানটান, ফলাফল ১-০

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে ফিনল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের বি গ্রুপের মোকাবিলা জমিয়ে দিল রাশিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচ তারা ১-০ ব্যবধানে জিতল। অন্যদিকে হাফ চান্সগুলিকে সম্পূর্ণ না করতে পারার মাশুল গুনতে হল ফিনল্যান্ডকে। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছতে হলে আগামী ম্যাচ জিততেই হবে তেমু পুকি, গ্লেন কামারাদের।

Euro 2020 : রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের হারে বি গ্রুপের মোকাবিলা টানটান, ফলাফল ১-০

সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়া ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-৪-২-১ ছকে দল সাজিয়ে প্রথম থেকেই ফিনল্যান্ডের রক্ষণভাগে আক্রমণের ঝড় তুলে দেন রাশিয়ার কোচ স্তানিসলাভ। অন্যদিকে ৫-৩-২ ছকে দল নামিয়ে মূলত প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে এগোতে থাকে ফিনল্যান্ড। ফলে ম্যাচের প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যায় রাশিয়া। বেশ কয়েকবার সহজ গোলর সুযোগ হাতছাড়াও করে হোম টিম।

যদিও চেনা দর্শকদের সামনে বেশিক্ষণ গোলশূন্য অবস্থায় থাকতে হয়নি রাশিয়াকে। ম্যাচের প্রথমার্ধের একদম অন্তিম মুহুর্তে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন আলেক্সেই মিরানচুক। ফলে ১ গোলের ব্যবধান নিয়েই ৪৫ মিনিট পর সাজঘরে ফেরে হোম টিম। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় ফিনল্যান্ডও। তবে কাজের কাজটা করতে পারেনি তেমু পুকিরা।

প্রথমার্ধ যেখানে শেষ হয়, কার্যত সেখান থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করে রাশিয়া। তাদের একের পর আক্রণে নাজেহাল হয়ে যায় ফিনল্যান্ড। পাল্টা আক্রমণ গড়ে তোলার মরিয়া চেষ্টা করে মারকু কানেরভার দল। তবু কোথাও গিয়ে যেন শেষ পর্যন্ত তাল কেটে যায়। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ইউরো কাপে বি গ্রুপের মোকাবিলা জমিয়ে দেয় রাশিয়া।

গত ম্যাচে ডেনমার্ককে তাদেরই ঘরের মাঠ পার্কেনে হারিয়ে দিয়ে তিন পয়েন্ট হাসিল করেছিল ফিনল্যান্ড। ওই ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। তিনি এখন অনেকটাই সুস্থ। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে হেরে নিজেদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর কাজ কঠিন করে ফেলল ফিনল্যান্ড।

ম্যাচে ৫৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে রাশিয়া। গোলমুখে ১৪টি শট মারার চেষ্টা করে জয়ী দল। যদিও তিনটির বেশি শট টার্গেটে রাখতে পারেনি রাশিয়া। অন্যদিকে ফিনল্যান্ড ১১টির মধ্যে মাত্র ১টি শট টার্গেটে রাখতে সক্ষম হয়েছে। এই জয়ের ফলে দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ইউরো কাপের বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে একধাপ পিছিয়ে রয়েছে ফিনল্যান্ড। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে বেলজিয়াম।

English summary
Euro 2020 : Russia beat Finland in a very tough fight, result 1-0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X