For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro Cup : সেরা পাঁচ গোল স্কোরার থেকে প্লে-মেকার, তালিকায় রয়েছে কাদের নাম?

Euro Cup : সেরা পাঁচ গোল সংগ্রাক থেকে প্লে-মেকার

  • |
Google Oneindia Bengali News

জমকালো প্রতিদ্বন্দ্বিতার হাত ধরে শেষ হল এবারের ইউরো কাপ। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইতালি। এটি তাদের দ্বিতীয় ইউরো খেতাব। তার চেয়েও বেশি পাওনা হিসেবে টুর্নামেন্ট জুড়ে দৃষ্টিনন্দন ফুটবল দেখেছেন ক্রীড়া প্রেমীর। সেই আবহে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা, প্লে-মেকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তালিকাগুলির দিকে চোখ রাখা যাক।

সেরা পাঁচ গোলদাতা

সেরা পাঁচ গোলদাতা

সদ্য শেষ হওয়া ইউরো কাপে চারটি ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচ গোল এসেছে পর্তুগিজ তারকার বুট থেকে। যা টুর্নামেন্টের মধ্যে সর্বাধিক। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিক। যিনি ইউরো কাপে পাঁচটি ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন। চার ম্যাচ খেল ৪ গোল করা ফ্রান্সের কারিম বেঞ্জিমা ও সুইডেনের এমিলে ফসবার্গ রয়েছেন যথাক্রমে তিন ও চার নম্বর স্থানে। পঞ্চম স্থানে থাকা বেলজিয়ামের রোমেলু লুকাকু ইউরো কাপে পাঁচটি ম্যাচ খেলে চার গোল করেছেন।

সেরা পাঁচ প্লে-মেকার

সেরা পাঁচ প্লে-মেকার

সদ্য শেষ হওয়া ইউরো কাপে চার ম্যাচ খেলা সুইৎজারল্যান্ডের স্টিভেন জুবের চার বার সতীর্থকে গোল করতে সহায়তা করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেনেক ড্যানি ওলমো। যিনি ইউরো পাঁচটি ম্যাচ খেলে তিন বার সতীর্থকে গোল করতে সহায়তা করেছেন। ৬টি ম্যাচ খেলা ইংল্যান্ডের লুক শ-র বুট থেকে তিনটি গোলমুখী পাস এসেছে। একই পরিসংখ্যান নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ডেনমার্কের পিয়েরে-এমিলে। পঞ্চম স্থানে থাকা নেদারল্যান্ডসের মেম্ফিস ডিপে ইউরো কাপে চারটি ম্যাচ খেলে ২ বার গোল করার পিছনে অবদান রেখেছেন।

ছবি সৌজন্যে এএনআই

সেরা পাঁচ গোলরক্ষক

সেরা পাঁচ গোলরক্ষক

ক্লিনশিটের নিরিখে ইউরো ২০২০-তে শীর্ষ স্থানে রয়েছেন ইংল্যান্ডের জর্ডন পিকফোর্ড। টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলা এই ফুটবলার পাঁচ বার অপরাজিত থেকেছেন। দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের থিবো কোর্তোয়া পাঁচটি ম্যাচ খেলে তিনটি ক্লিনশিট হাসিল করেছেন। সাত ম্যাচ খেলে তিনটি ক্লিনশিট হাসিল করেছেন ইতালির জানলুইজি দন্নারুম্মা। ইউরো কাপে পাঁচ ম্যাচ খেলে দুটি ক্লিনশিট হাসিল করা চেক প্রজাতন্ত্রের টমাস ভাকলিচ রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। চার ম্যাচ খেলে ২টি ক্লিনশিট হাসিল করেছেন সুইডেনের গোলরক্ষক সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেন।

সবচেয়ে বেশি ও কম গোল

সবচেয়ে বেশি ও কম গোল

ইউরো কাপে সবচেয়ে বেশি গোল করেছে ইতালি ও স্পেন। টুর্নামেন্টে সাত ও ছয় ম্যাচ খেলে যথাক্রমে ১৩ গোল করেছে দুই দল। ইউরো কাপে সবচেয়ে কম একটি মাত্র গোল করেছে ফিনল্যান্ড। টুর্নামেন্টের সেরা ডিফেন্স ইংল্যান্ডের। যারা সাতটি ম্যাচ খেলে দুটি গোল হজম করেছে। পাঁচ ম্যাচ খেলে ১০টি গোল হজম করা ইউক্রেনের রক্ষণভাগ রয়েছেন তালিকার সর্বশেষ স্থানে।

English summary
Euro 2020 : List of the top five goal scorers to playmakers, check out the list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X