For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020: জমকালো উদ্বোধন ইউরো কাপের, তুরস্ককে তিন গোলে হারাল ইতালি

Google Oneindia Bengali News

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইউরো ২০২০ কাপের সূচনার পর দুরন্ত জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল ইতালি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আজুরিরা জিতল ৩-০ গোলে। ৫৩ মিনিটে দেমিরালের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ইতালির হয়ে বাকি গোল দুটি করেন ইমোবাইল ও ইনসিনিয়ে। এই নিয়ে তুরস্কের বিরুদ্ধে ১১টি সাক্ষাতে অপরাজেয় থাকল ইতালি, জয় আটটিতে। এই প্রথম ইউরোর কোনও ম্যাচে তিন গোল করল ইতালি।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা ইউরোর

প্রথমার্ধেও দাপট নিয়েই খেলে ইতালি, তবে গোলমুখ খুলছিল না। তুরস্কের রক্ষণে বেশ কয়েকবার ইতালির আক্রমণ প্রতিহত হয়। যদিও দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিকে। ৫৩ মিনিটে মেরিহ দেমিরালের আত্মঘাতী গোলে ইতালি এগিয়ে যায়। এবারের ইউরোর প্রথম গোল এটি। এরপর ৬৬ মিনিটে সিরো ইমোবাইল ইতালিকে দুই-শূন্যে এগিয়ে দেন। দেশের হয়ে এটি তাঁর ১৪তম গোল। ৭৯ মিনিটে ইমোবাইলের থেকে বল পেয়ে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান লোরেনৎসো ইনসিনিয়ে।

স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে খেলা দেখতে পারছেন ১৫ হাজার দর্শক। সকলকেই ভ্যাকসিন নেওয়া ও করোনা নেগেটিভের প্রমাণ দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছে। চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল ইউরোর।

নেসান দরমা (Nessun Dorma) গেয়ে মাত করে দিলেন আন্দ্রেয়া বোসেলি। এ ছাড়াও ইউরোর অফিসিয়াল সং 'উই আর দ্য পিপল' (We Are The People) ভার্চুয়ালি অভিনব উপায়ে উপস্থাপন করলেন মার্টিন গ্যারিক্স, বোনো ও এজ। অংশগ্রহণকারী দেশগুলির পতাকার রঙে সুসজ্জিত বলের মতো বেলুন, গাড়িতে করে বল আনা, জমকালো আতসবাজির প্রদর্শনী-সহ রঙিন বর্ণাঢ্য অনুষ্ঠান মন জয় করেছে ফুটবলপ্রেমীদের। ফুটবল উপরের দিকে তুলে ধরে আনুষ্ঠানিকভাবে ইউরোর শুভ সূচনা করেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য আলেসান্দ্রো নেস্তা ও ফ্রাঞ্চেস্কো তোত্তি। এর মধ্যে নেস্তা আইএসএলে চেন্নাইয়িন এফসি-র হয়ে আইএসএলেও খেলেছেন।

English summary
World's Biggest Sporting Event Amid Covid-19 Situation, Euro 2020 Finally Kicked Off After Spectacular Opening Ceremony. Italy Beat Turkey By 3-0 Goals In The Opening Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X