For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020 : নয়ারের দেখানো পথে হেঁটেই জার্মানির বিরুদ্ধে বড় ম্যাচে নামছেন হ্যারি কেন

Euro 2020 : নয়ারের দেখানো পথে হেঁটেই জার্মানির বিরুদ্ধে বড় ম্যাচে নামছেন কেন

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে ইউরো কাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ইংল্যান্ড। আজ রাতের প্রি-কোয়ার্টার ফাইনালে দুই হেভিওয়েট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে বন্ধুত্বের আবহে প্রতিপক্ষ দলের অধিনায়ক ম্যানুয়েল নয়ারের দেখানো পথে হেঁটেই সমকামী সম্প্রদায়ের মানুষদের প্রতি সমর্থন প্রদর্শনে বিশেষ উদ্যোগ নিতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন।

রামধনু ব্যান্ড পরে নামবেন কেন

হাঙ্গেরি সরকারের কড়া সমকামী আইন নিয়ে বিশ্বজুড়ে চলতে থাকা বিতর্কের আঁচ লেগেছে ইউরো কাপেও। এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের প্রতি সমর্থন প্রদর্শন করতে দেখা গিয়েছে জার্মান দলের অধিনায়ক ও উয়েফাকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে দেখা গিয়েছে। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন হ্যারি কেনও। জানিয়েছেন যে সমকামিতাকে সম্মান প্রদর্শনে আজ রাতে জার্মানির বিরুদ্ধে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি হাতে রামধনু রাঙা অধিনায়ত্বের ব্যান্ড পরে মাঠে নামবেন। ইংল্যান্ড ফুটবল পরিচালন সংস্থার তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে।

পথ দেখিয়েছিলেন নয়ার

পথ দেখিয়েছিলেন নয়ার

ইউরো কাপের গ্রুপ ম্যাচে জার্মানি ফুটবল দলের অধিনায়ক তথা গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে রামধনু রাঙা ব্যান্ড পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। বিষয়টি নজরে আসতেই জার্মান ফুটবলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা ভেবেছিল উয়েফা। যদিও জার্মান ফুটবল সংস্থার সঙ্গে কথা বলে পরে নিজেদের অবস্থান পরিবর্তন করেছিল ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। পরে অবশ্য সমকামিতাকে সম্মান প্রদর্শন নিজেদের সোশ্যাল মিডিয়ার লোগো রামধনু রঙে রঙিন করেছিল উয়েফাও। সেই দেখাদেখি একই পদক্ষেপ নিয়েছে ইউরোপের বিভিন্ন নামীদামী ক্লাবও।

আজ রাতে মহারণে

আজ রাতে মহারণে

ভারত সময়ে আজ রাত সাড়ে ৯টায় ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড। তার আগে এই হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠ অক্ষত রাখতে ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মান ফুটবল দলকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি। আর এখানেই ঘরের দল ইংল্যান্ডকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে মনে করে ফুটবল বিশ্বের একটা অংশ। কারণ এই মাঠে ইউরো গ্রুপ পর্বের ম্যাচ খেলেছেন হ্যারি কেনরা। তাই ওয়েম্বলির পরিবেশ এবং পরিস্থিতি তাঁদের জানা। উল্টেদিকে থমাস মুলারদের সম্পূর্ণ আনকোরা হয়েই আজ রাতের মোকাবিলায় নামতে হবে বলা যায়।

হেভিওয়েটদের বিদায়

হেভিওয়েটদের বিদায়

ইতিমধ্যেই ইউরো কাপে অনেকগুলি অঘটন ঘটে গিয়েছে। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছে নেদারল্যান্ডস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে দিয়েছে বেলজিয়াম। হাড্ডাহাড্ডি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে সুইৎজারল্যান্ড। আজ রাতের ম্যাচের ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।

English summary
Euro 2020 : England's Harry Kane to wear rainbow armband important match against Germany
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X