For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু গোলমেশিন নয়, রেকর্ড ভাঙা বুলডোজার এই ফুটবলার, ম্যান সিটির সম্ভবত শতাব্দীর সেরা সই

শুধু গোলমেশিন নয়, রেকর্ড ভাঙা বুলডোজার এই ফুটবলার, ম্যান সিটির সম্ভবত শতাব্দীর সেরা সই

Google Oneindia Bengali News

নরওয়ের গোলমেশিন এরলিং হাল্যান্ডকে তুলে নিয়ে হয়তো চলতি শতাব্দীর সেরা সইটা করিয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু পরের পর ম্যাচে গোল করা নয়, একের পর এক রেকর্ডও গড়ে চলছেন তিনি।

শুধু গোলমেশিন নয়, রেকর্ড ভাঙা বুলডোজার এই ফুটবলার, ম্যান সিটির সম্ভবত শতাব্দীর সেরা সই

ব্রাইটনের বিপক্ষে ম্যান সিটির জার্সি গায়ে এবারের লিগে ১৭তম গোল করলেন হালান্ড। তাঁর জোড়া গোলের উপর ভর করে লিগ টেবলের মাঝামাঝি থাকা ব্রাইটনকে ৩-১ গোলে পরাজিত করে ম্যান সিটি। আকাশি জার্সিধারীদের হয়ে অপর গোলটি করেন কেভিন ডি ব্রুইন। ব্রুাইটনের হয়ে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

ব্রাইটনের বিরুদ্ধে হাল্যান্ড জোড়া গোল করার ফলে সিটির জার্সিতে ১১ ম্যাচে করে ফেললেন ১৭টি গোল। ১৯৯৫-৯৬ মরসুমে প্রিমিয়ার লিগে প্রথম ১৩ সপ্তাহে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ড গড়েছিলেন লেস ফার্ডিনান্ড। ব্রাইটনের বিরুদ্ধে করা গোল দুইটির সুবাদে সেই রেকর্ড ভেঙে ফেললেন তিনি।

একই সঙ্গে পিছনে ফেলে দিলেন গত মরসুমে ম্য়ানচেস্টার সিটির হয়ে সর্বাধিক গোল করা কেভিন ডি ব্রুইনকে। বেলজিয়ামের অধিনায়ক গত মরসুমে ১৫টি গোল করেছিলেন প্রিমিয়ার লিগে ম্যান সিটির হয়ে। মাত্র ১১ ম্যাচেই তাঁকে পিছনে ফেলে দিলেন ২২ বছর বয়সী নরওয়ের ফুটবলার।

ব্রাইটনের বিপক্ষে এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে ধরে রাখল পেপ গুয়ার্দিওলার দল। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান আর্সেনালের। ম্যান সিটির সংগৃহীত পয়েন্ট ২৬। দীর্ঘ দিন পর প্রিমিয়ার লিগে এত ভাল দেখাচ্ছে আর্সেনালকে। বহু দিন ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠ খেতাব জেতেনি গার্নাররা।

English summary
Erling Haaland's brace helps Man City to beat Brighton in Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X