For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020: স্টার্লিংয়ের গোলে জয় দিয়ে ইউরো অভিযান শুরু ইংল্যান্ডের

Google Oneindia Bengali News

জয় দিয়েই ইউরো কাপ অভিযান শুরু করল সাউথগেটের ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে তুল্যমূল্য লড়াই রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে জিতল সাউথগেটের দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন স্টার্লিং। এই প্রথমবার ইউরোর প্রথম ম্যাচেই জয় পেল ইংল্যান্ড।

স্টার্লিংয়ের গোলে জয় দিয়ে ইউরো অভিযান শুরু ইংল্যান্ডের

বল দখলের লড়াইয়ে ইংল্যান্ডকে সমানে সমানে টক্কর দিয়েও ইংল্যান্ডের রক্ষণ কিংবা গোলকিপার জর্ডন পিকফোর্ডকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো ক্রোটদের পারফরম্যান্স সেই ম্যাচের ধারেকাছে ছিল না। বরং ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়তেও পারত। ফিল ফডেনের শট পোস্টে লেগে না ফিরলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত থ্রি লায়ন্স। কেলভিন ফিলিপসের একটি দূরপাল্লার শটও গোলকিপারকে পরাস্ত করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।

ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে তাঁদের নিয়ে যাবতীয় সংশয় দূর করলেন কেলভিন ফিলিপস এবং রাহিম স্টার্লিং। জর্ডন হেন্ডারসন পুরো ফিট না থাকলে এই ম্যাচের প্রথম একাদশে হয়তো সুযোগই পেতেন না। কিন্তু সুযোগ পেয়েই তার পূর্ণ সদ্ব্যবহার করলেন ফিলিপস। তাঁর বাড়ানো বল থেকেই স্টার্লিংয়ের গোল। মাউন্ট ও ডেক্লান রাইসের সঙ্গে দারুণ বোঝাপড়া দেখিয়ে যে ফুটবল এদিন খেললেন 'ইয়র্কশায়ার পির্লো' ফিলিপস তাতে লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রজোভিকদের রণকৌশল কাজে আসেনি। পাসিংয়ের ক্ষেত্রেও এদিন অনবদ্য দক্ষতা দেখান ফিলিপস। ৩৩টি পাসের মধ্যে মিস পাস হয়েছে মাত্র দুটি।

ম্যাঞ্চেস্টার সিটির ফরওয়ার্ড রাহিম স্টার্লিংয়েরও সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছিল না। কিন্তু তাতে তাঁর উপর কোচ গ্যারেথ সাউথগেটের ভরসা কমেনি। জয়সূচক গোল করে কোচের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন স্টার্লিং। বিশ্বকাপ বা ইউরোর মতো বড় আসরে এটিই স্টার্লিংয়ের প্রথম গোল। গ্রুপ ডি-র ম্যাচে শুক্রবার ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ক্রোয়েশিয়ার সামনে চেক প্রজাতন্ত্র।

English summary
England Start Their Euro 2020 Campaign With Win Over Croatia. Rahim Sterling Scores The Winning Goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X