For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলে ইমামি! আইএসএলের জন্য শুভেচ্ছা জানিয়ে ঘোষণা মমতার, সৌরভ ম্যান ইউ নিয়ে কী বললেন?

Google Oneindia Bengali News

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের পর ফের ইস্টবেঙ্গল ক্লাবের সমস্যা সমাধানে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে তিনি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন, ইমামি গ্রুপের গাঁটছড়া বেঁধেই ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। দেবব্রত সরকার-সহ ইস্টবেঙ্গল কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইমামির প্রতিনিধিরাও।

মমতার ঘোষণা

মমতার ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে নবান্নে বলেন, আজ আমার কাছে দুই পক্ষই এসেছিল। এক কাপ চা খেতে। দুই পক্ষের যাঁরা এসেছিলেন তাঁরা রাজি হয়েছেন। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গেল। চুক্তি সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি তাঁরা বসে ঠিক করবেন। ইস্টবেঙ্গলের শুরুও 'ই' দিয়ে, ইমামিরও। ফলে ডাবল সাকসেস। আমার শুভেচ্ছা রইল খেতাব জেতার ব্যাপারে।

ইস্টবেঙ্গলে ইমামি

ইস্টবেঙ্গলে ইমামি

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। ২-৩ বছর ধরে যে তিনি যেভাবে বিভিন্ন কার্যকলাপে আমাদের সঙ্গে থেকেছেন। শুধু স্পনসর এনে দেওয়াই নয়। পরিকাঠামো-সহ সবরকমভাবে। দিদি ব্যতিক্রম দেখিয়েছেন, কেন না তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সব সময় খেলা নিয়ে ভাবেন। ইমামি গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলি, আমরা একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলাম দিদিকে সামনে রেখে। সুন্দরভাব পারফরম্যান্স উপহার দিয়ে আমরা ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে পারব।

নতুন যাত্রাপথে

ইমামি গ্রুপের পক্ষ থেকে আদিত্য আগরওয়াল বলেন, নব্বইয়ের দশক থেকে ফুটবল, ইস্টবেঙ্গলের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আশা করি নতুন যাত্রাপথে সকলের প্রত্যাশা পূরণ করতে পারব। ইমামি গ্রুপের বেশ কয়েকজন কর্তা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।

সৌরভ ম্যান ইউ নিয়ে কী বললেন?

সৌরভ ম্যান ইউ নিয়ে কী বললেন?

গতকালই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা চলছে। ১০-১২ দিনের মধ্যেই গোটা চিত্রটি পরিষ্কার হয়ে যাবে। অন্যান্য ভারতীয় সংস্থার সঙ্গেও কথা চলছে। ম্যানচেস্টার ইউনাইটেড আসবে Owner হিসেবেই। সৌরভ এ কথা জানানোর ২৪ ঘণ্টা পরেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আজকের ঘোষণা। তাহলে কি ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়ায় কোনওভাবে যুক্ত থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড? এ প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, না। এই সংস্থা অর্থাৎ ইমামিই এখন ইস্টবেঙ্গল চালাবে।

English summary
East Bengal Will Play ISL With The Help Of Emami Group. CM Mamata Banerjee Makes This Announcement At Nabanna.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X