For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনা নির্বাচনে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হল নয়া কর্মসমিতি, কে কোন পদে জানুন

বিনা নির্বাচনে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হল নয়া কর্মসমিতি, কে কোন পদে জানুন

  • |
Google Oneindia Bengali News

গোয়ায় আইএসএলে এই মুহূর্তে পেয়ন্ট টেবিলের ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল। ফুটবল মাঠে ক্লাবের সময়টা যে ভালো যাচ্ছে না, তা নতুন করে বলতে হবে না। এর মাঝেই এবার পরিচিত মুখেদের অব্যহতি দিয়ে সামনে তাকাচ্ছে ইস্টবেঙ্গল।

বিনা নির্বাচনে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হল নয়া কর্মসমিতি, কে কোন পদে জানুন

নিজেদের মধ্য়ে আলোচনা করেই আগামী তিন বছরের জন্য নিজেদের কর্মসমিতি গঠন করল ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদের সদ্য মনোনীত কমিটিতে একাধিক নতুন মুখ রয়েছে।

বিরোধিতা ছিল না, ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছা়ড়াই ইস্টবেঙ্গলের শাসক গোষ্ঠী জয়ী হয়েছে। অসুস্থার কারণে সচিব পদ থেকে নিজের বিদায়ের কথা কল্যাণ মজুমদার জানিয়েছিলেন। প্রবীণ কর্তাকে আজকাল ক্লাবে খুব বেশি আসতেও দেখা যায় না।

বিনা নির্বাচনে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হল নয়া কর্মসমিতি, কে কোন পদে জানুন

তবে আগামী দিনেও কল্যাণ মজুমদারকেই সচিব পদে রেখে দেওয়া হল। দেবব্রত সরকার এই নিয়ে বলেন, কল্যাণদার কোনও বিকল্প আজও খুঁজে পাইনি। ইস্টবেঙ্গলের সহসচিব পদে পরিবর্তন হয়েছে। দীর্ঘ দিন ধরে এই পদে শান্তিরঞ্জন দাশগুপ্ত ছিলেন। তাঁর বদলে ওই পদে রূপক সাহা এলেন।

বিনা নির্বাচনে ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হল নয়া কর্মসমিতি, কে কোন পদে জানুন

ফুটবল সচিব রজত গুহর পরিবর্তে নতুন করে দায়িত্বে সৈকত গঙ্গোপাধ্যায়। সদানন্দ মুখোপাধ্যায়ের বদলে নতুন ক্রিকেট সচিব মানস কুমার রায়। মাঠ সচিবের পদ থেকে সরিয়ে দীপঙ্কর চক্রবর্তীকে কার্যকরী কমিটিতে নিয়ে আসা হল। তাঁর বদলে দায়িত্ব পেলেন সরোজ ভট্টাচার্য।

English summary
East bengal welcomes their new elected executive committee member list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X