For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের সময়কে দারুণভাবে কাজে লাগল ইস্টবেঙ্গল, কেমন দলগঠন হয়েছে দেখে নিন

করোনা লকডাউনের সময়কে দারুণভাবে কাজে লাগল ইস্টবেঙ্গল, কেমন দলগঠন হয়েছে দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে দেশে খেলার দুনিয়ার মাঠ এখন বন্ধ। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে প্রতিদিন দেশবাসীকে এখন জীবনসংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে মাঠে ফের কবে বল গড়াবে জানা নেই। তবে লকডাউনের ফাঁকে আগামী মরসুমের জন্য দল গঠনের কাজ এগিয়ে রাখল ইস্টবেঙ্গল।

নতুন খেলোয়াড়দের বেছে নিল ইস্টবেঙ্গল

করোনার সময়কে সঠিকভাবে ব্যবহার করে রোজই নতুন নতুন তুখোড় ফুটবলারদের নিজেদের দলে সামিল করছে ইস্টবেঙ্গল।

চার ফুটবলার নিল ইস্টবেঙ্গল

বুধবার নতুন মরসুমের জন্যে চার ফুটবলার দলে নেওয়ার কথা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। কিগান পেরেরা, গিরিক খোসলা এবং মহম্মদ ইরশাদ ও মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী গোলকিপার শংকর রায়কে নিল ইস্টবেঙ্গল।

জামশেদপুর থেকে এল সাইড ব্যাক

আইএসএলের জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন সাইড ব্যাক কিগান পেরেরা। এটিকে,বেঙ্গালুরুর মতো ক্লাবে খেলেছেন এই ফুটবলার।

গোকুলাম থেকে এল মিডফিল্ডার

গোকুলামে খেলা মহম্মদ ইর্শাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলল লাল-হলুদ।গত মরসুমে গোকুলামের হয়ে ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্ট্রাল ব্যাক পজিসনে নজর কাড়েন ইর্শাদ। কেরালার এই ফুটবলারকে এবার আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলে খেলতে দেখা যাবে।

পঞ্জাব থেকে উইঙ্গার

পঞ্জাব এফসি থেকে মহারাষ্ট্রের তরুণ ফুটবলার গিরিক খোসলাকে নিয়েছে ইস্টবেঙ্গল। ফরোয়ার্ড,অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসাবেও খেলে গত আই লিগে নজর কেড়েছিলেন গিরিক। এবার ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা তাঁকে কোথায় খেলাবেন দেখার।

ইস্টবেঙ্গলে বলবন্ত

কিছুদিন আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বলবন্ত সিংকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ২০১৮-১৯ মরশুমে এটিকে ক্লাবে খেলেছেন বলবন্ত। দুই মরশুম মিলিয়ে ২৩টি ম্যাচে বলবন্ত ২টি গোল করেছেন। এই মরশুমেই এটিকে সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে।

এছাড়া নতুন কাদের নিয়েছে ইস্টবেঙ্গল

এছাড়়া বিকাশ জাইরু, কেভিন লোবো,সেহনাজ সিং, ওমিড সিং, গুরতেজ সিং, লালরামচুল্লভা, নবীন গুরুং, আঙ্গুসানা লুয়াং, রফিক আলি সর্দার , লোকেন মিটেই-এর মতো ফুটবলারদের নতুন মরসুমের জন্যে নিয়েছে ইস্টবেঙ্গল।

English summary
East Bengal welcomes Girik Khosla, Shankar Roy,Irshad,Keegan Pereira, four new footballer in eb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X