For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গল-লগ্নিকারী সংস্থার জট অব্যাহত, চিঠি চালাচালিতেই কাটছে সময়

ইস্টবেঙ্গল-লগ্নিকারী সংস্থার জট অব্যাহত, চিঠি চালাচালিতেই কাটছে সময়

  • |
Google Oneindia Bengali News

লগ্নিকারী সংস্থার সঙ্গে নতুন সংক্রান্ত জট এখনও কাটিয়ে উঠতে পারল না ইস্টবেঙ্গল। চিঠি এবং পাল্টা চিঠি দিয়ে সময় কাটাচ্ছে দুই শিবির। ইতিমধ্যে নতুন মরসুম শুরুর আগে খেলোয়াড় কেনা-বেচার প্রক্রিয়া শুরু করেছে দলগুলি। সে কাজে যে লাল-হলুদ ক্রমশ পিছিয়ে পড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইস্টবেঙ্গলের চিঠির উত্তর আসেনি

ইস্টবেঙ্গলের চিঠির উত্তর আসেনি

ইস্টবেঙ্গল কর্তাদের তরফে দাবি করা হয়েছে, নতুন মরসুমের আগে চূড়ান্ত চুক্তিতে সই করা সংক্রান্ত জট কাটাতে বুধবারই তাঁরা লগ্নিকারী সংস্থাকে চিঠি লিখেছেন। সেই চিঠির উত্তর পাওয়া যায়নি বলে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়েছে। ওই চিঠিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে বলে ইস্টবেঙ্গল কর্তাদের দাবি।

লগ্নিকারী সংস্থার দাবি

লগ্নিকারী সংস্থার দাবি

অন্যদিকে লগ্নিকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দুই পক্ষের প্রাথমিক ও চূড়ান্ত চুক্তির মধ্যে পার্থক্য জানতে চেয়ে ইস্টবেঙ্গলকে চিঠি দেওয়া হয়েছিল। ক্লাবের তরফে পাঠানো বুধবারের চিঠিতে সে ব্যাপারে কোনও কথা উল্লেখ করা হয়নি বলে দাবি সংস্থার। ফলে পুনরায় তারা লাল-হলুদ শিবিরকে এই ইস্যুতে চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর।

আলোচনায় বসা হবে কবে

আলোচনায় বসা হবে কবে

এখনও পর্যন্ত যা খবর, পুনরায় চিঠি দিয়ে লগ্নিকারী সংস্থার তরফে ইস্টবেঙ্গলকে প্রশ্ন করা হবে যে তারা চূড়ান্ত চুক্তিতে সই করতে রাজি কিনা। পাল্টা হিসেবে লাল-হলুদের তরফে জানানো হয়েছে, আইনজীবীর পরামর্শ মেনে তারা যা জানানোর জানিয়েছে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত লগ্নিকারী সংস্থাকে নিতে হবে বলে জানিয়েছে ইস্টবেঙ্গল।

গত আইএসএলের ফল

গত আইএসএলের ফল

২০২০-২১ মরসুমের আইএসএলে ২০টি ম্যাচ খেলে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। এবার ভাল কিছু করতে প্রথম থেকে ঘর গোছাতে চেয়েছিল লাল-হলুদ। কিন্তু চুক্তির জটে যে সম্ভাবনা যে বিশ বাঁও জলে চলে গিয়েছে, তা অনায়াসে বলা যায়।

English summary
East Bengal vs investor row is on process about terms and conditions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X