For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমর্থকরাই মালিক, ডার্বির আগে সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ ইমামি ইস্টবেঙ্গল

Array

Google Oneindia Bengali News

ডার্বির আগে সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ হল ইমামি ইস্টবেঙ্গল। রবিবার ডার্বি ম্যাচ রয়েছে, তার ঠিক আগে নিজেদেরকে গুছিয়ে তৈরি করে নিল ইস্টবেঙ্গল। মাঠে যেমন তাঁরা মোটামুটি একটা দল তৈরি করে, ভালো কোচ এনে ভেঙে পড়া কাঠামোকে আবার গড়ার চেষ্টা করেছে তেমন আবার মাঠের বাইরেও দলের প্রচারের চেষ্টা করছে ক্লাবের নতুন স্পনসরার ইমামি গ্রুপ। তাঁরা স্পষ্ট বলছেন, আমরা মালিক নই। ক্লাবের মালিক হচ্ছেন কোটি কোটি সমর্থক যারা আছেন তাঁরা।

ইমামি গ্রুপ জানিয়েছে যে , সম্প্রতি ক্লাবের ১০২ বছর পূর্ণ হয়েছে। ২ অগাস্ট আমাদের সঙ্গে ঐতিহ্যবাহী ১০২ বছরের পুরনো ক্লাবের সঙ্গে আমরা যুক্ত হই। সেদিন থেকেই আমরা ক্লাবের আগামীর সমস্ত দায়িত্ব নিয়েছি। আমরা এই ভূমিকা নিয়েছি বিনিয়োগকারীর ভূমিকা থেকে। প্রথম দিন থেকেই আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি । দলটাকে গুছিয়ে তোলার চেষ্টা যাতে খুব ভালো করে হয় সেটা খুব ভালো করে দেখেছি। এরপরেও আমরা চেষ্টা করে চলেছি আরও উন্নতি করার আগামী দিনে উপায় কী সেটা খুঁজে দেখার । নীরবতা কে ভাঙার শ্রেষ্ট উপায় হিসেবে বেছে নিলাম এই খোলা চিঠিকে।

ফ্যানেরাই মালিক

ফ্যানেরাই মালিক


গতবারের স্পন্সরের সঙ্গে তুমুল সমস্যায় জড়িয়েছিল সমর্থকরা। এবারে তাই আগে থেকেই সতর্ক ইমামি। তাঁরা বলছেন যে , ;'প্রথমত ইমামি ইস্ট বেঙ্গল তৈরী হয়েছে বলেই আমরা মনে করি না। এর একজনই মালিক - তা হলো , আপনারা - ব্র্যান্ড ইস্টবেঙ্গলের সদস্য, সমর্থক এবং ফ্যান - রা । এটা আপনাদের দল , এ এক ভালোবাসার অধিকার যা প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার সূত্রে চলে এসেছে। আমরা নিজেদের ভূমিকা অনেকটা অভিভাবক হিসেবে দেখি যাদের দায়িত্ব এই শতাব্দীপ্রাচীন আইকনিক ব্র্যান্ড এর সোনালী ইতিহাসকে রক্ষা করা। আমরা চাই আমাদের ক্লাবকে আমরা সবাই একসঙ্গে একজোটে শিখরে নিয়ে যাবো এক বর্ণময় ভবিষ্যতের উদ্দেশ্যে আমরা পথ চলব। এই কথাকে মাথায় রেখে, আমরা আপনাদের সামনে এই দলকে নিয়ে কাজ করব'

দীর্ঘস্থায়ী উন্নতি

দীর্ঘস্থায়ী উন্নতি

স্থায়িত্ব ও গঠন। আমরা সেই ভাবনা থেকেই দলের দায়িত্ব নিয়েছি। আমরা এই দুই উদ্দেশ্য সঠিক ভাবে পালন করতে চাইছি। সঠিক পথে এগোতে চাইছি।

ফুটবলের উন্নতি

ফুটবলের উন্নতি


ফুটবলের উন্নতি নিয়ে ভাবছে ইমামি। তাঁরা বলছেন ভারতবর্ষের বেশ কিছু স্বনামধন্য ফুটবলার এই লাল হলুদ জার্সি পরে মাঠ দাপিয়ে খেলেছেন ও বহু সময় দেশের হয়েও খ্যাতি অর্জন করেছেন। খেলার এই দিকটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই যে আমাদের পরিকল্পনা শুধু ইস্ট বেঙ্গল টিম ই নয়, পুরো ভারতবর্ষের ফুটবল দুনিয়া ও জাতীয় দলের উন্নতির কাজেও লাগুক।

মার্কেটিং আর কমিউনিকেশন

মার্কেটিং আর কমিউনিকেশন


আজকের যুগে দাঁড়িয়ে দলের মার্কেটিং আর কমিউনিকেশন খুব বেশি করে দরকার। তাঁরা জানিয়েছেন, 'মার্কেটিং আর কমিউনিকেশন প্ল্যানও এই কথাটিকে মাথায় রেখেই তৈরী করা হবে । আমরা আমাদের গণমাধ্যমের ভাষাকে সেই ভাবেই সাজিয়ে তুলবো যা অনেক লম্বা। রাতারাতি কোনো ফল আমরা আশা করিনা। আমরা জানি ফুটবল এক অনিশ্চিত খেলা - যেকোনো মুহূর্তে যেকোনো দিকে খেলা ঘুরে যেতে পারে -আর এতেই বোধহয় ফুটবলের জাদু লুকিয়ে রয়েছে। সেই জন্য - আপনাদের কাছে, আমাদের পরিবারের কাছে এক অনুরোধ - ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আপনাদের সমর্থন যেন সব সময় দলের সঙ্গে থাকে। '

খেলোয়াড়রা বা দল যদি কখনো কোথাও হোঁচট খায় , আপনাদের উচ্ছাস যেন তিরস্কারে বদলে না যায় । আমরা ভালো মন্দে সবেতেই আপনাদের পাশে পাবো, তাই আশা রাখি। টিমের জন্যই এক সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি। আমরা চাই ফুটবল।

English summary
emami east bengal active in social media before derby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X