For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলিয়ান্দ্রোর বিকল্প খুঁজে নিল ইস্টবেঙ্গল, প্রিমিয়ার লিগে খেলা তারকা আসছেন ভারতে

এলিয়ান্দ্রোর বিকল্প খুঁজে নিল ইস্টবেঙ্গল, প্রিমিয়ার লিগে খেলা তারকা আসছেন ভারতে

Google Oneindia Bengali News

ব্রাজিলীয় স্ট্রাইকার এলিয়ান্দ্রোর পরিবর্তন নিশ্চিত করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। সাও পাওলোর ৩২ বছর বয়সী স্ট্রাইকার এলিয়ান্দ্রো ডস স্যান্টোস গঞ্জাগাকে অনেক আশা করে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বাছাই করে দলে নিয়েছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। কিন্তু চোট এবং স্লথ ফুটবলারটি দিন যত গিয়েছে ততই বোঝা হয়ে উঠেছিল ইস্টবেঙ্গলের।

এলিয়ান্দ্রোর বিকল্প খুঁজে নিল ইস্টবেঙ্গল, প্রিমিয়ার লিগে খেলা তারকা আসছেন ভারতে

এলিয়ান্দ্রোকে নিয়ে পরিস্থিতি এমন দিকে মোর নিয়েছিল যে তাঁকে বসিয়ে রাখা ছাড়া আর কোনও উপায় ছিল না ক্লাবের কাছে। ক্লাবের সাবেক কর্তা এবং ইনভেস্টাররা অপেক্ষায় ছিলেন জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডো খোলার জন্য। নতুন বছরের প্রথমেই ট্রান্সফার উইন্ডো খুলতে এলিয়ান্দ্রোর বিকল্প খুঁজে নিল ইস্টবেঙ্গল।

ব্রাজিলীয় এই স্ট্রাইকারের পরিবর্তে ইস্টবেঙ্গল সই করাল জেক জার্ভিসকে। জার্ভিসকে বেশ কয়েক দিন আগে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছিল ক্লাব। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছিল দুই পক্ষের মধ্যে। ফলপ্রসূ আলোচনার পর অবশেষে প্রিমিয়ার লিগে খেলা এই ফরোয়ার্ডকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল। কেরিয়ারে ৩৮৬ ম্যাচে ৮৬টি গোল করেছেন জার্ভিস। ইউরোপীয় ফুটবলেই খেলোয়াড় জীবনের অধিকাংশ সময়টা তিনি কাটিয়েছেন। সম্প্রতি খেলেছেন ফিনল্যান্ডের শীর্ষ স্থানীয় ক্লাব এসজেকে সেইনাজোকি-র হয়ে।

৩১ বছর বয়সী এই ফুটবলার বার্মিংহাম সিটি, পোর্টসমাউথ, লুটন টাউন, এএফসি উইম্বল়ডনের মতো ক্লাবে খেলেছেন। বার্মিংহাম সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন এই ফুটবলার। এ ছাড়া ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারি চ্যাম্পিয়নশিপ, তৃতীয় সারি লিগ ওয়ান, চতুর্থ সারি লিগ ২-এ বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। এ ছাড়া খেলেছেন স্কটিশ প্রিমিয়ারশিপে। ইউরোপে এত দিন খেলার পর অবশেষে এশিয়ার অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গলে খেলতে আসছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার।

এই মুহূর্তে আইএসএল-এর পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ১১টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় দিয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

English summary
East Bengal signs Jake Jervis as replacement of Eliandro in Winter Transfer Window.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X