For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেরার সেরা ফুটবলারকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল,গার্ডিয়ানের বিচারে বিশ্বের সেরা ৬০ প্রতিভাবানের তালিকায় ছিলেন

সেরার সেরা ফুটবলারকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল,গার্ডিয়ানের বিচারে বিশ্বের সেরা ৬০ প্রতিভাবানের তালিকায় ছিলেন

Google Oneindia Bengali News

মরসুম শুরুর আগেই বিরাট চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। তরুণ অত্যন্ত প্রতিভাবান স্ট্রাইকার হিমাংশু জাংড়াকে দিল্লি এফসি থেকে লোনে সই করাল ইস্টবেঙ্গল। ১৮ বছরের এই তরুণ ফুটবলারের মূল ক্লাব দিল্লি এফসি হিমাংশুকে লোনে ছাড়তে রাজি হয়েছে। ইস্টবেঙ্গলে হিমাংশুর আগমনে দেশীয় ফরওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। হিমাংশু ছাড়াও এই তালিকায় রয়েছেন সুমিত পাসি, ভিপি সুহের, মহেশ সিং। এর মধ্যে ভিপি সুহের ইস্টবেঙ্গলের জার্সিতে অতীতে খেলেছেন।

সেরার সেরা ফুটবলারকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল,গার্ডিয়ানের বিচারে বিশ্বের সেরা ৬০ প্রতিভাবানের তালিকায় ছিলেন

ভারত তথা এশিয়া ফুটবলের উদীয়মান তারকা হিসেবে মনে করা হচ্ছে হিমাংশু জাংড়া। গত বছর আন্তর্জাতিক স্তরের অন্যতম সেরা সংবাদ মাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এ বিচারে আগামী প্রজন্মের সেরা ৬০ ফুটবলারের মধ্যে ছিলেন হরিয়ানার হিসারের হিমাংশু। ২০২০ সালে প্রথম কোনও ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন বিকাশ ইয়ামনাম। হিমাংশুকে সই করানোর ফলে ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল তা বলার অপেক্ষা রাখে না।

রঞ্জিত বাজাজের মিনার্ভা পাঞ্জাবের অ্যাকাডেমি থেকে উথ্থান ঘটে হিমাংশুর। এক বছর মিনার্ভার যুব দলে কাটিয়ে তিনি স্থান করে নেন সিনিয়র দলে। যুব আই লিগে এক মরসুমে ১৮ গোল করে প্রথম নজরে আসেন হিমাংশু। তাঁর বিধ্বংসী পারফরম্যান্সের উপর ভর করেই ২০১৮-১৯ যুব আই লিগ চ্যাম্পিয়ন হয় পাঞ্জাবের দলটি। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৫সাফ চ্যাম্পিয়নশিপের মোস্ট ভ্যালুয়েবেল ফুটবলারের তকমা পান হিমাংশু। মিনার্ভার সিনিয়র দলের হয়ে পাঁচ ম্যাচে তিনি প্রতিনিধিত্ব করেছেন।

এটাই প্রথম বার নয় যেখানে কলকাতায় খেলতে আসছেন হিমাংশু। ১৮ বছরের এই ফুটবলার দ্বিতীয় ডিভিশন আই লিগে ২০১৮ সালে মহমেডান স্পোর্টিং-এর হয়ে খেলেছেন কলকাতায়। ইস্টবেঙ্গলে আসার আগে ইন্ডিয়ান অ্যারোজে লোনে ছিলেন হিমাংশু। ২০২১ মরসুম থেকে রঞ্জিত বাজাজের দল দিল্লি এফসির হয়ে ২৬ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। ২১ অগস্ট (সোমবার) ডুরান্ড কাপে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ক্লাব।

English summary
East Bengal signs Himanshu Jangra in one year loan deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X