For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ ফাওলার

বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ ফাওলার

  • |
Google Oneindia Bengali News

শনিবার মেগা ম্যাচ, আজ গোয়ার তিলক ময়দানে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএল অভিযানে এদিন প্রথম গোল ও প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ ব্রিগেড। তার আগে গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর করা মন্তব্যে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষ মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার।

কোন মন্তব্য ঘিরে বিতর্ক

কোন মন্তব্য ঘিরে বিতর্ক

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ০-৩ গোলে হারের পর এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার ভারতীয় ফুটবলারদের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা করেন। ম্যাচ হারের পর প্রতিক্রিয়া তিনি বলেন, 'ভারতীয় ফুটবলারদের একাংশকে দেখে মনে হচ্ছে, এর এর আগে কোনও কোচের অধীনে ফুটবল শেখেনি।'

সমালোচনার মুখে পিছু হটলেন কোচ

সমালোচনার মুখে পিছু হটলেন কোচ

এই মন্তব্যের পর ভারতীয় ফুটবলের অনেক নামী কোচেরাই ফাওলারের সমালোচনা করেছেন। ফুটবলার হিসেবে দারুণ বায়োডাটা থাকলেও কোচ হিসেবে ফাওলার নিজেকে এখনও প্রমাণ করার মতো জায়গায় আসেনি বলে প্রাক্তন কোচেরা প্রতিক্রিয়া দিয়েছেন। যারপর অবশেষে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফাওলার।

 ব্যাখ্যা দিলেন ফাওলার

ব্যাখ্যা দিলেন ফাওলার

মুম্বই ম্যাচের শেষে ভারতীয় ফুটবলারদের নিয়ে প্রতিক্রিয়ায় ইসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার জানিয়েছেন, 'আমার এই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কাউকে ছোট করতে চাইনি।'

 ফুটবলারদের নিয়ে নতুন করে কী বললেন ফাওলার

ফুটবলারদের নিয়ে নতুন করে কী বললেন ফাওলার

নিজের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হোক চাইছেন না ফাওলার। তাই এসসি ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, 'ভারতে অনেক ভালো ফুটবলার রয়েছে। তবে সবাই খুব ভালো এমন নয়। মাঠে বোঝাপড়া না হলে ভালো ফুটবল হবে না। ফুটবলে ম্যাচ জিততে গেলে এটাই সবচেয়ে জরুরী। সেই সঙ্গে ম্যাচ কোন অবস্থায় ট্যাকেল করতে হবে, আর কখন করতে হবে না, সেটা দেশি বিদেশি সব ফুটবলারদের জানতে হবে। কোচের কাজ ফুটবলারদের থেকে সেরাটা বার করে আনা। তবে সেটা রাতারাতি সম্ভব নয়।'

English summary
East Bengal's Robbie Fowler clarifies coaching comment says would never ever disrespect anyone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X