For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুট জোড়া তুলে রেখে ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা বিদেশি

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা বিদেশি

  • |
Google Oneindia Bengali News

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা নাইজেরিয়ান গোলমেশিন র‌্যান্টি মার্টিনস। ভারতীয় ফুটবলে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম সফল বিদেশি তিনি। ২০১৮ সালের পর আর পেশাদার ফুটবলে মার্টনসকে খেলতে দেখা যায়নি। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সে নিঃশব্দেই এবার বুট জোড়া তুলে রাখলেন।

বুট জোড়া তুলে রেখে ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা বিদেশি

এক ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় ব়়্যান্টি মার্টিনস জানিয়েছেন, চোটের কারণেই তিনি বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শেষবার মার্কিন যুক্তরাষ্ট্রের এসজিএফসি মেরিল্যান্ড ক্লাবের হয়ে তিনি পেশাদার ফুটবলে শেষ ম্যাচ খেলেছিলেন।

জানা গিয়েছে ফুটবল ছেড়ে দেওয়ার পর এবার নিজের ব্যবসা সামলাতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ায় রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছেন ভারতে খেলে যাওয়া তারকা বিদশি। আটলান্টা শহরে নিজের বাড়িও কিনেছেন মার্টিনস। ভারতের জাতীয় লিগ ও আই লিগে সর্বোচ্চ গোল করা মার্টিনস দেশ বিদেশে খেলে অবসর নিলেও ভারতকে ভোলেননি। ঐ প্রতিক্রিয়ায় ভারতের ডেম্পো ও ইস্টবেঙ্গল ক্লাবে খেলার স্মৃতি স্মরণ করেন তিনি।

যুবভারতীতে ইস্টবেঙ্গল জার্সিতে ডার্বি ম্যাচ খেলা তাঁর কেরিয়ারের অন্যতম সোনালি দিন ও ডোম্পোর হয়ে পাঁচবার ট্রফি জেতা (জাতীয় লিগ দুবার ও আই লিগ তিনবার) স্মরণীয় অধ্যায় বলে তিনি জানান। ভারতীয় ফুটবলে জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে ব়্যান্টি মার্টিনস ২১৪ গোল করেছিলেন। সেই রেকর্ড আজও অধরা রয়েছে।

English summary
East bengal's former Nigerian foreigner Ranti Martins retires from Football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X