For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ময়দানে বোমা, কেঁপে গেল দুই প্রধান

মোহনবাগানের জাপানি মিডিও কে তুলে নিয়ে বাজিমাত ইস্টবেঙ্গলের

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিশ্বযুদ্ধ ছাড়াই ময়দানে জাপানি বোমা। এ মরশুমে সবচেয়ে বড় দলবদলের চমক দিল ইস্টবেঙ্গল। তুলে নিল গত মরশুমের মোহনবাগানের অধিনায়ক কাটসুমি উসাকে। শুধু অধিনায়ক বললে ভুল হবে ,গত কয়েক মরশুমে বাগান উইং প্লে কে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন যিনি, তিনিই এ মরশুমে খেলবেন লাল -হলুদ জার্সিতে।

[আরও পড়ুন:ঘুড়ি ওড়াবেন না ডার্বি দেখবেন এখনই করে নিন প্ল্যানিং][আরও পড়ুন:ঘুড়ি ওড়াবেন না ডার্বি দেখবেন এখনই করে নিন প্ল্যানিং]

কাটসুমির দল পরিবর্তনে জোর হিল্লোল দু'দলের সমর্থকদের মধ্যে। লাল-হলুদ ফ্যানরা কাটসুমির ইস্টবেঙ্গলে সই করার খবরে খুশির জোয়ারে ভাসছেন। অন্যদিকে, গত চারটে মরশুম যে দলের হয়ে প্রায় সবকটা ম্যাচ খেলে গেছেন, সেই মোহনবাগান জনতা বড় ধাক্কা খেয়েছেন।

ময়দানে বোমা, কেঁপে গেল দুই প্রধান

সূত্রের খবর এবারে বাগান কর্তারা প্রস্তাব দিয়েছিলেন কাটসুমিকে। কিন্তু সেই আর্থিক প্রস্তাব পছন্দ না হওয়ায় আইএসএলের দিকে ঝুঁকেছিলেন তিনি। তার পর বাগানের অপেক্ষা। তবে, সময় গড়িয়ে যাচ্ছে দেখে লাজংয়ের ইয়ুতা কিনোয়াকি ও দিয়েগো ফেরেইরাকে চূড়ান্ত করে ফেলে গঙ্গাপারের ক্লাব।

এরপর কাটসুমি আগের চেয়ে অনেক কম টাকায় রাজি হলেও বাগান কর্তাদের কিছু করার ছিল না। অনেক কম টাকায় ইস্টবেঙ্গলে মঙ্গলবার সই করে দেন বাগানের প্রাক্তন মিডিও। সনি নর্ডির অন্যতম ফেবারিট ছিলেন। সংবাদমাধ্যমে অনেকবারই সনির মুখে কাৎসুমির প্রশংসা শোনা গেছে। সনি হাইতিতে বসে এই খবর পেয়ে রীতিমত হতবাক। বলেন, 'দারুণ প্লেয়ার। আমার ফেভারিট। কিন্তু কী আর করা যাবে। অল দ্য বেস্ট।'

আই লিগের আগে অনুশীলনে যোগ দেবেন জাপানি এই মিডিও এবং মিডফিল্ডে আমনার সঙ্গে কাটসুমির জুটি বেঁধে জবরদস্ত পারফরমেন্সের অপেক্ষায় লাল হলুদ সমর্থকরা।

English summary
East Bengal picks up Mohun bagan's Katsumi for next season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X