For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে পৌঁছে গেল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল, প্রথম দিন বৈঠকে বসলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের আধিকারিকদের সঙ্গে

বাংলাদেশে পৌঁছে গেল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল, প্রথম দিন বৈঠকে বসলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের আধিকারিকদের সঙ্গে

Google Oneindia Bengali News

সোমবার দুপুরে বাংলাদেশ থেকে বিনিয়োগ আনার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল। বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে নিজেদের শিকড়ে পারি দেয়েছে পূর্ব বঙ্গের ঐতিহ্যবাহী এই ক্লাব।

বাংলাদেশে পৌঁছে গেল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল, প্রথম দিন বৈঠকে বসলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের আধিকারিকদের সঙ্গে

এই আমন্ত্রণের মোড়কে লুকিয়ে রয়েছে ইস্টবেঙ্গলে নয়া বিনিয়োগের ভাগ্য। বিগত দুই বছরে শ্রী সিমেন্টস এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে মতানৈক্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। শ্রী সিমেন্টস বিরক্ত হয়ে চুক্তি ভঙ্গ করে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের সাবেক কর্তারাও চেয়েছিলেন এমনটাই। এই পরিস্থিতিতে নতুন ইনভেস্টারের খোঁজে শতাব্দী প্রাচীন ক্লাবের কর্তারা হাত বাড়ায় নিজেদের শিকরে। ক্লাবে আমন্ত্রণ জানানো হয় বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহন আনভিরকে এবং তাঁকে সংবর্ধিত করে ক্লাব। তাঁর হাতে তুলে দেওয়া হয় আজীবন সদস্য পদের কার্ড। এই সংবর্ধনা অনুষ্ঠানে আড়ালে ইস্টবেঙ্গলের শাষক দলের উদ্দেশ্য ছিল নয়া বিনিয়োগ নিয়ে আসা বসুন্ধরা গ্রুপের হাত ধরে।

নিজেদের লক্ষ্যে কিছুটা সফলও হয়েছিল লাল-হলুদ। বাংলাদেশের সংস্থার কর্ণধার কলকাতা ছাড়ার আগে ইঙ্গিত দিয়েছিলেন, ইস্টবেঙ্গলের প্রস্তাবে সারা দিয়ে বিনিয়োগ করার। এই বৈঠকের কিছু দিন পরেই ঢাকায় আমন্ত্রণ জানানো হয় ইস্টবেঙ্গলের কর্তাদের।

সোমবার বিকেলে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিনিধিদের সঙ্গে এক রাউন্ড বৈঠক সেরেছেন লাল-হলুদের আধিকারিকরা। দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী কাল আরও দু'টি মিটিং রয়েছে। এখনও পর্যন্ত আলোচনা ভালর দিকেই রয়েছে। সূত্রের খবর, আশানরূপ ফলই এই সফর শেষে বেরিয়ে আসতে পারে।

বাংলাদেশ থেকে বিনিয়োগ আনতে প্রাথমিক ভাবে রবিবার ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দলের। কিন্তু বিমানের টিকিট সময় মতো কেটে উঠতে না পারায়, রবিবারের পরিবর্তে সোমবার সকালে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

English summary
East Bengal officials reached Dhaka and one round of meeting has taken place. More talks to be done. Fans can expect positive outcome from this tour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X