For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা সরকারের সহযোগিতায় আইএসএল খেলার স্বপ্ন দেখা শুরু ইস্টবেঙ্গলের

মমতা সরকারের সহযোগিতায় আইএসএল খেলা নিয়ে আত্মবিশ্বাসী হচ্ছে ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

নতুন বিনিয়োগকারীর সঙ্গে গাঁটছড়া এবং মমতা বন্দ্যাপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল খেলার সম্ভাবনা যে বাড়ছে, তা ধরেই নিচ্ছে ইস্টবেঙ্গল। এ ব্যাপারে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছে লাল-হলুদ শিবির। আরও একাবর তাদের স্বপ্ন দেখা শুরু। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করার জন্যও মুখিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের কর্তারা।

আত্মবিশ্বাস বাড়ছে ইস্টবেঙ্গলের

আত্মবিশ্বাস বাড়ছে ইস্টবেঙ্গলের

প্রাক্তন বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে 'স্পোর্টিং রাইটস' নিয়ে দ্বন্দ্ব, আর্থিক অসংগতি এবং ফুটবলারদের হুমকি সামলাতে নাজেহাল হয়ে পড়া ইস্টবেঙ্গলের আইএসএল খেলার স্বপ্ন ক্রমে যে ফিঁকে হয়ে যাচ্ছিল, তা বলাই চলে। তবে নতুন বিনিয়োগকারীর সঙ্গে কথা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস পেয়ে মনে বল পেয়েছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ২০২০ সালেই আইএসএল খেলার স্বপ্ন ফের দেখতে শুরু করেছে লাল-হলুদ শিবির। সে কথা জানিয়েওছেন এই ক্লাবের এক কর্তা।

ইস্টবেঙ্গলের পাশে মুথ্যমন্ত্রী

ইস্টবেঙ্গলের পাশে মুথ্যমন্ত্রী

ইস্টবেঙ্গলকে আইএসএল খেলাতে উদ্যোগী হয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফের সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁদের মধ্যে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ইতিবাচক কথা হয়েছে বলে সূত্রের খবর।

লাল-হলুদের পাশে রাজ্যের বিরোধীরাও

লাল-হলুদের পাশে রাজ্যের বিরোধীরাও

ইস্টবেঙ্গলকে আইএসএল খেলাতে এবার উদ্যোগী হয়েছেন রাজ্যের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ক্লাবের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। এত পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী লাল-হলুদের জন্য যতটা করেছেন, তার প্রশংসাও করেছেন সুজন চক্রবর্তী।

স্বনির্ভর হতে পারে ইস্টবেঙ্গল

স্বনির্ভর হতে পারে ইস্টবেঙ্গল

কোয়েসের সঙ্গে দ্বন্দ্ব বাড়িয়ে ফুটবলারদের ভবিষ্যত অন্ধকার করার পক্ষপাতি নয় ইস্টবেঙ্গল। তাই এবার সমঝোতার পথে হেঁটে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো একাধিক বাণিজ্য ক্ষেত্রে পা রাখার জন্য ইস্টবেঙ্গলের ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

কোয়েসের সঙ্গে যুদ্ধের আবহেই ফুটবলারদের পাশে দাঁড়িয়ে মস্ত বড় পদক্ষেপ ইস্টবেঙ্গলেরকোয়েসের সঙ্গে যুদ্ধের আবহেই ফুটবলারদের পাশে দাঁড়িয়ে মস্ত বড় পদক্ষেপ ইস্টবেঙ্গলের

English summary
East Bengal officials are hopeful of joining Indian super League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X