For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গল-ইমামির বহু প্রতিক্ষিত চুক্তি সই আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা

ইস্টবেঙ্গল-ইমামির বহু প্রতিক্ষিত চুক্তি সই আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা

Google Oneindia Bengali News

সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ সোমবরা (৩ জুলাই) বহু প্রতিক্ষিত ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে চূড়ান্ত চুক্তিপত্র সাক্ষর হতে চলেছে। শনিবার বিকেলে লাল-হলুদে ছিল কর্ম সমিতির বৈঠক সেখানেই চুক্তিপত্রে সই করার বিষয়ে সম্মতি দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক আধিকারিক এই প্রতিবেদককে জানিয়েছেন, রাত্রেই বিনিয়োগকারীর আইনজীবীকে পাঠিয়ে দেওয়া হয়েছে সম্মতি পত্র।

ইস্টবেঙ্গল-ইমামির বহু প্রতিক্ষিত চুক্তি সই আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা

২৫ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টার হিসেবে ইমামির নাম ঘোষণা করেন। এর পর থেকে এক মাসের বেশি হয়ে গেলেও ইস্টবেঙ্গলের সাবেক কর্তাদের নানান বায়নাক্কায় সই হচ্ছিল না। সপ্তাহখানেক আগেই ইমামি'র তরফে চুক্তির খসড়া পাঠানো হয়েছিল ইস্টবেঙ্গলকে। কয়েকটি শর্তে মতানৈক্য ছিল দু'পক্ষের মধ্যে। জানা গিয়ছে ইমামি ৮০ শতাংশ মালিকানা চেয়েছিল কিন্তু লাল-হলুদের কর্তাদের দাবি ছিল তাঁদের ২৪ শতাংশ শেয়ার দিতে হবে, অবশেষে ইস্টবেঙ্গলের কর্তাদের কথা মেনে নেয় ইমামি এবং ইস্টবেঙ্গলের তরফে সংশোধিত চুক্তির খসড়া পাঠানো হয় লগ্নিকারীকে। শুক্রবার পরিমার্জিত চুক্তিপত্র ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দেওয়া হয় লগ্নিকারীর তরফে। চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন লাল-হলুদের কর্তারা।

ওই আধিকারিক এই প্রতিবেদককে বলেছেন, "আমরা যখন সম্মতি পত্র পাঠিয়ে দিয়েছে তার মানে সই করতে কোনও সমস্যা নেই ক্লাবের। এ বার ওরা (ইমামি) যেই দিন বলবে সেই দিন আমরা সই করে দেব। এখনও ওদের বলার উপরই সইয়ের দিন নির্ভর করছে।" বিশ্বস্তু সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু তারকা ফুটবলারকে টার্গেট করে রেখেছে ইস্টবেঙ্গল, সই হওয়ার পরই তাঁদের নাম সামনে আনা হবে। এ ছাড়াও একাধিক হাইপ্রোফাইল বিদেশির সঙ্গে প্রায় পাকা কথা সারা হয়ে গিয়েছে লাল-হলুদের। এখন শুধু মশালারী ক্লাবের সইয়ের অপেক্ষা মাত্র।

English summary
East Bengal officials agree to sign in the final agreement with Emami.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X