ইস্টবেঙ্গলের হাতে মাত্র ১০ দিন! নইলে আই লিগে নেই লাল-হলুদ ব্রিগেড
ইস্টবেঙ্গলের হাতে মাত্র ১০ দিন! এই দশ দিনের মধ্যে লাল-হলুদ ব্রিগেডকে স্পোর্টিং রাইটস ইস্যুর জটিলতা কাটিয়ে উঠতে হবে।

ফেডারেশনের চিঠি ইস্টবেঙ্গলকে
নিয়ম মেনে মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল ও আই লিগের ক্লাবগুলিকে লাইসেন্সিং নিয়ে চিঠি পাঠানো হয়েছে। ফলে ইস্টবেঙ্গল সামনে এখন লাইসেন্সিং নিয়ে সময় বেধে দেওয়া হল বলা চলে।

স্পোর্টিং রাইস সমস্যা মিটিয়ে ফেলতে চলেছে ইস্টবেঙ্গল
২০২০-২১ ফুটবল মরসুমে আই লিগ বা আইএসএলে খেলার জন্য ১০ দিনের মধ্যে লাইসেন্সিং নিয়ে ফেডারেশনকে যাবতীয় নথিপত্র দিতে হবে। প্রসঙ্গত চলতি মাসেই ইস্টবেঙ্গলকে, কোয়েস স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বলে খবর।

বিদায়ী ইনভেস্টারের হাতে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস কোয়েসের হাতে রয়েছে। জুন মাস পেরিয়ে জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহতেও ইস্টবেঙ্গল স্পোর্টিং রাইটস এখনও জোগাড় করে উঠতে পারেনি।

ইস্টবেঙ্গলের কাছে কী জানতে চায় ফেডারেশন
ফেডারেশন বিদায়ী কোয়েসের পর ইস্টবেঙ্গল ক্লাব কোন নামে নতুন লাইসেন্সিং করবে, সেই নিয়ে ফেডারেশন তথ্য চেয়ে পাঠাতে চলেছে। সরকারি ভাবে এখনও এই নিয়ে কোনও তথ্য ইস্টবেঙ্গল জানায়নি। ইস্টবেঙ্গলের থেকে উত্তর না পেলে এবার ফেডারেশন কোয়েসের সঙ্গে যোগাযোগ করার পথে হাঁটতে পারে। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে সরকারি যোগোযাগের মাধ্যমে চাপ তৈরি নিয়েও ফেডারেশন ভালো ভাবে দেখছে না।