For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতবর্ষে কলঙ্কজনক অধ্যায় রচনা ইস্টবেঙ্গলের, হতাশ ফ্যানরা


 প্রত্যাশামতোই কল্যানীতে কাস্টমসের বিরুদ্ধে দল না নামিয়ে শতবর্ষে কলঙ্কজনক অধ্যায় রচনা করল ইস্টবেঙ্গল। দলের এই আচরণে হতাশ লাল-হলুদের সমর্থকরা।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাশামতোই কল্যানীতে কাস্টমসের বিরুদ্ধে দল না নামিয়ে শতবর্ষে কলঙ্কজনক অধ্যায় রচনা করল ইস্টবেঙ্গল। দলের এই আচরণে হতাশ লাল-হলুদের সমর্থকরা। প্রতিপক্ষকে এভাবে ওয়াক ওভার দিয়ে দেওয়ার ঘটনা ইস্টবেঙ্গলের ইতিহাসে বিরল বলেই দাবি করা হয়েছে।

কবে ছিল খেলা

কবে ছিল খেলা

কলকাতা লিগের সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও কাস্টমসের ম্যাচ। ইস্টবেঙ্গল মাঠে বানের জল ঢুকে পড়ায় ম্যাচ ভেস্তে যায়। কিন্তু একই দিনে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে পিয়ারলেস জিতে যাওয়ায়, লাল-হলুদের কাজ আরও কঠিন হয়ে যায়। জানা যায়, একমাত্র কাস্টমসকে সাত গোলে হারালেই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল। অন্যথায় পিয়ারলেসের মাথায় উঠবে খেতাব।

ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ কবে হবে তা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়। এ ব্যাপারে লাল-হলুদ ক্লাব কর্তা ও আইএফএ-র মধ্যে বহু চিঠি চালাচালি হয়। ৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারের ম্যাচ খেলতে রাজি ছিল না ইস্টবেঙ্গল। কারণ ওই দিন কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ গোটা দলকে আগে থেকেই ছুটি দিয়ে দেন। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচটি করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় আইএফএ-ও।

বিনিয়োগকারী সংস্থার আপত্তি

আইএফএ-র লাগাতার অনুরোধে কিছুটা হলেও নরম হন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু বেঁকে বসে ক্লাবের বিনিয়োগকারী সংস্থা। তারা জানায় যে ২৯ সেপ্টেম্বরের ভেস্তে যাওয়া ম্যাচ ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে করানোর জন্য আবেদন করেছিলেন ইস্টবেঙ্গলের কোচ মেনেন্ডেজ। ক্লাবের তরফে ম্যাচটি ২১ অক্টোবর করানোর জন্য আবেদন করা হয়েছিল। তার কোনও উত্তর আসেনি বলে দাবি ইস্টবেঙ্গলের স্পনসরারের।

ম্য়াচ কমিটির রিপোর্ট

ম্য়াচ কমিটির রিপোর্ট

ইস্টবেঙ্গল ও কাস্টমসের ভেস্তে যাওয়া ম্যাচ কমিটির রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে আইএফএ-তে জমা পড়বে। পুজোর পর অ্যাসোসিয়েশনের সাব কমিটির রিপোর্টে এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

English summary
East Bengal makes a negetive history on it's 100 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X