For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলে চূড়ান্ত ষষ্ঠ বিদেশি, এশিয় কোটায় লাল-হলুদে আসছেন স্প্যানিশ বংশোদ্ভূত এই তারকা

ইস্টবেঙ্গলে চূড়ান্ত ষষ্ঠ বিদেশি, এশিয় কোটায় লাল-হলুদে আসছেন স্প্যানিশ বংশোদ্ভূত এই তারকা

Google Oneindia Bengali News

ষষ্ঠ বিদেশি বেছে নিল ইস্টবেঙ্গল। এশিয়া কোটার বিদেশি হিসেবে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব সই করাতে চলেছেন স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন ও'দোহার্তি।

ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি:

ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি:

ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে ইমামি ইস্টবেঙ্গল সই করাতে চলেছে স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন ও'দোহার্তিকে। দোহার্তির সঙ্গে সরকারী ভাবে সই করার ঘোষণারই যা অপেক্ষা। কথা একেবারে চূড়ান্ত আগামী কয়েক দিনের মধ্যে কলকাতায় পা রাখবেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

স্পেনে জন্ম হলেও ছোট বেলার চলে আসেন অস্ট্রেলিয়ায়:

স্পেনে জন্ম হলেও ছোট বেলার চলে আসেন অস্ট্রেলিয়ায়:

স্পেনের মায়োরকায় জন্মানো দোহার্তি শিশু বয়সেই চলে আসেন অস্ট্রেলিয়ায়। এডিলেড ইউনাইটেডের যুব দল থেকে উত্থান। পরে সুযোগ পান সিনিয়র দলে। এ লিগে আত্মপ্ৰকাশ হয় ২০১৬ সালে। অ্যাডিলেডের যুব অ্যাকাডেমি থেকেই তাঁর উথ্থান। অ্যাডিলেডের সিনিয়র দলে সই করার আগে তিনি খেলেছিলেন মেলবোর্ন নাইটসে লোনে। অ্যাডিলেড রাইডার্স থেকে সেখানে গিয়েছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিনি খেলেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডেরার্সে। গত মরসুমে অর্থাৎ ২০২১-২২ পর্যন্ত নিউক্যাসেল জেটসের হয়ে খেলেন।

দোহার্তির বিষয়ে নিশ্চিত করেন স্টিফেন কনস্ট্যানটাইন:

দোহার্তির বিষয়ে নিশ্চিত করেন স্টিফেন কনস্ট্যানটাইন:

ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে ম্যাচের পর ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন জানান দোহার্তি তাঁর দলের ষষ্ঠ বিদেশি তথা এশিয় কোটার বিদেশই ফুটবলার হতে চলেছেন। ৫ফুট ৭ ইঞ্চির এই ফুটবলার মূলত খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে, প্রয়োজনে তিনি খেলতে পারেন অ্যাটাকিং মিডিও হিসেবেও। শুক্রবার শহরে পা রাখার কথা তাঁর।

মরসুমের প্রথম ম্যাচ ড্র করে ইমামি ইস্টবেঙ্গল:

মরসুমের প্রথম ম্যাচ ড্র করে ইমামি ইস্টবেঙ্গল:

ড্র দিয়ে নতুন মরসুম শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মরসুমের প্রথম ম্যাচ ডুরান্ড কাপে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচটি ড্র হয়। শেষের দিকে দু'টি সহজ সুযোগ পেলেও লাল-হলুদের আক্রমণভাগ তা কাজে লাগাতে পারেনি। তবে, ইস্টবেঙ্গলের ফুটবলারদের মধ্যে এত কম সময়ের মধ্যে যে সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছে তা প্রশংসাযোগ্য এবং এর জন্য মূলত দায়ী স্টিফেন কনস্ট্যানটাইনের দক্ষ প্রশিক্ষণ।

সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, বেনামী লেনদেনে আইন ৩ নম্বর ধারা অসাংবিধানিক জানাল সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, বেনামী লেনদেনে আইন ৩ নম্বর ধারা অসাংবিধানিক জানাল সুপ্রিম কোর্ট

English summary
East Bengal is all set to sign Jordan O'Doherty as their sixth foreigner in asian quota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X