For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লগ্নিকারী শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের চিঠিতে অচলাবস্থার মেঘ কাটার আশা

Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল ক্লাব ও লগ্নিকারী শ্রী সিমেন্টের মধ্যে চাপানউতোর মেটার পথে। চূড়ান্ত চুক্তিপত্রে ইস্টবেঙ্গল স্বাক্ষর না করলে আগামী মরশুমের দল গড়া হবে না বলে বার্তা দিয়েছিলেন শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর। তিনি অসন্তোষের কথা আইএসএল কর্তৃপক্ষকে জানানোর কথাও বলেছিলেন। তারপরই নড়েচড়ে বসেন লাল হলুদ কর্তারা। আজই জোড়া চিঠি গেল শ্রী সিমেন্টের কাছে।

লগ্নিকারী শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের চিঠি

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের গাঁটছড়ায় এসসি ইস্টবেঙ্গল আইএসএলে খেলার সুযোগ পায় শেষ মুহূর্তে। যদিও শেষবেলায় নেমে ভালো দল গড়তে না পেরে হতশ্রী পারফরম্যান্সই উপহার দিতে পেরেছে লাল হলুদ। আইএসএল শেষের আগে থেকেই চুক্তিপত্রে সই করা নিয়ে চাপানউতোরে এসসি ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। লগ্নিকারী সংস্থা জানিয়ে দেয়, চুক্তিপত্রে সই না করলে আর নতুন করে বিনিয়োগ করা হবে না। দুই পক্ষের শীতল সম্পর্কের টানাপোড়েনে সমস্যায় পড়েন ফুটবলাররা। অন্য দলগুলি যখন ঘর গুছিয়ে নিচ্ছে তখন লাল হলুদের আকাশে কালো মেঘ।

লগ্নিকারী শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের চিঠি

ইস্টবেঙ্গল কর্তাদের দাবি ছিল, প্রাথমিক চুক্তিপত্র ও টার্মশিটের সঙ্গে পাঠানো চূড়ান্ত চুক্তিপত্রের শর্তে বেশ কিছু ফারাক রয়েছে। লাল হলুদের এক শীর্ষকর্তা এমন দাবিও করেন যে, চুক্তিপত্রে সই করলে ক্লাব বিক্রি হয়ে যাবে। সমর্থকদের জন্য তা কাম্য নয়। প্রয়োজনে আই লিগ খেলতেও ইস্টবেঙ্গল তৈরি বলে জানায়। কিন্তু আই লিগে অবনমন না হওয়ায় সেই গুড়েও বালি বুঝে সুর নরম করতে বাধ্য হন ইস্টবেঙ্গল কর্তারা। কোন কোন জায়গায় আপত্তি তা শ্রী সিমেন্ট জানতে চাইলেও এর আগে তা ইস্টবেঙ্গল কর্তারা জানাননি বলেও অভিযোগ। আজ ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্ত ব্যক্তিগতভাবে হরিমোহন বাঙ্গুরকে চিঠি লিখে জানান, অচলাবস্থা কাটাতে আমরা আলোচনায় বসার জন্য ও গ্রহণযোগ্য সমাধানের রাস্তা বের করতে প্রস্তুত। আমি ব্যক্তিগতভাবেও আপনার সঙ্গে দেখা করতেও রাজি। তিনি সময় চাইলেও বাঙ্গুর এখনও প্রত্যুত্তর বা সময় নির্ধারণ করেননি বলেই জানা গিয়েছে।

লগ্নিকারী শ্রী সিমেন্টকে ইস্টবেঙ্গলের চিঠি

এসসিইবি সিইও কর্নেল শিবাজি সমাদ্দারকে আরেকটি মেল পাঠান সহ সভাপতি রূপক সাহা। সেখানে দেখানোর চেষ্টা হয়েছে চুক্তি স্বাক্ষর করার আগ্রহ দেখিয়ে অন্তত নয়বার শ্রী সিমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের এক কর্তার কথায়, আমরা মিডিয়া থেকে জানতে পারি শ্রী সিমেন্ট দল গঠন করছে না। অথচ কোথাও উল্লেখ নেই যে চূড়ান্ত চুক্তিপত্রে সই না করলে দল গড়া হবে না। কোনও সংশয় থাকলে লগ্নিকারী সংস্থা ক্লাবকেও জানাতে পারত। তবে বিশিষ্ট শিল্পপতি বাঙ্গুর একজন প্রকৃত ভদ্রলোক। আমাদের আশা, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কবে সেই জট খোলে সেদিকেই তাকিয়ে লাল হলুদ ভক্তরা।

English summary
East Bengal Intimated Shree Cement About Their Readiness For Acceptable Resolution. Due To Logjam Shree Cement Limited's MD Hari Mohan Bangur Had Expressed Concerns Over SCEB's Participation In The Upcoming ISL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X