For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SCEB vs ATKMB: বড় ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে লাল হলুদ, আইএসএল ডার্বিতে এগিয়ে সবুজ মেরুন

  • |
Google Oneindia Bengali News

গোয়ার তিলক ময়দানে আজ আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। গত বছর ঠিক আজকের দিনেই তিলক ময়দানে অ্যাওয়ে ম্যাচে লাল হলুদকে ২-০ গোলে হারিয়েছিল সবুজ মেরুন। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ফিরতি সাক্ষাতে ফতোরদার নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগান ডার্বি জেতে ৩-১ গোলে। আজ আন্তোনিও লোপেজ হাবাসের দল নামবে আইএসএলে ডার্বি জয়ের হ্যাটট্রিক সারতে। নতুন কোচ মানুয়েল দিয়াজের প্রশিক্ষণাধীন এসসি ইস্টবেঙ্গলও চাইবে আইএসএলে প্রথমবার সবুজ মেরুনকে হারাতে। ডার্বির পরিসংখ্যানে এখনও এগিয়ে লাল হলুদই।

দুই প্রধানের বড় ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান একনজরে

(ছবি- এসসি ইস্টবেঙ্গল টুইটার)

সাংবাদিক ও পরিসংখ্যানবিদ অরূপ পালের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান) পরস্পরের মুখোমুখি হয়েছে ৩৮০টি ম্যাচে। যার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ১৩৪টিতে, মোহনবাগান ১২১টি ম্যাচে। ড্র হয়েছে ১২৫টি ম্যাচ। আইএসএলে গত মরশুমে দুবারই সবুজ মেরুনের কাছে পরাস্ত হয়েছে লাল হলুদ। জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে কলকাতার দুই প্রধানের বড় ম্যাচ হয়েছে ৪৫টি, ইস্টবেঙ্গল জিতেছে ১৭টি ম্যাচে, মোহনবাগান ১৫টিতে, ১৩টি ম্যাচ ড্র। মেজর টুর্নামেন্টগুলিতে দুই প্রধানের দ্বৈরথ হয়েছে ৩২০ বার, ১২১টিতে জিতেছে লাল হলুদ, সবুজ মেরুনের জয় ৯২টিতে, ১০৭টি ম্যাচ ড্র। অন্য ঘরোয়া টুর্নামেন্টের ৩৯টি বড় ম্যাচে ৯টি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান জিতেছে ২০টিতে, ১০টি ড্র। প্রদর্শনী ম্যাচে কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছে ২১টি বড় ম্যাচে। ৪টিতে জিতেছে লাল হলুদ, সবুজ মেরুন জিতেছে ৯টিতে, আটটি ম্যাচ ড্র।

ফেডারেশন কাপে ২২টি সাক্ষাতে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে ৮টিতে, ৬টি ম্যাচে জিতেছে মোহনবাগান, ড্র হয়েছে ৮টি ম্যাচ। কলকাতা লিগে সবচেয়ে বেশি সংখ্যক ডার্বি হয়েছে। ১৬০টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৫৩টি ম্যাচে হারিয়েছে, মোহনবাগান জিতেছে ৪৭টি, ড্র ৬০টি ম্যাচ। আইএফএ শিল্ডে দুই প্রধান ৪১টি ম্যাচে মুখোমুখি হয়েছে, লাল হলুদের জয় ২১টিতে, সাতটিতে জিতেছে সবুজ মেরুন, ১৩টি ম্যাচ ড্র। ডুরান্ড কাপের ১৯টি সাক্ষাতে ইস্টবেঙ্গলের জয় ৮টিতে, মোহনবাগানের ৬টিতে, পাঁচটি ম্যাচ ড্র হয়েছিল। রোভার্স কাপের ১২টি সাক্ষাতে দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে, ড্র চারটি ম্যাচ।

অন্য টুর্নামেন্টগুলির মধ্যে অল এয়ারলাইন্স গোল্ড কাপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ১০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। সেই দ্বৈরথে সাতটিতে জিতেছে ইস্টবেঙ্গল, একটিতে মোহনবাগান, দুটি ম্যাচ ড্র। ডিসিএম ট্রফিতে ইস্টবেঙ্গল হারিয়েছিল মোহনবাগানকে। সিসর'স কাপে দু-বারের সাক্ষাতে দুটিতেই জিতেছিল সবুজ মেরুন। ম্যাকডাওয়েল কাপে দুটি সাক্ষাতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। বরদলই ট্রফির বড় ম্যাচটি ড্র হয়েছিল। দার্জিলিং গোল্ড কাপের তিনটি সাক্ষাতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একটি করে ম্যাচ জেতে, একটি ম্যাচ ড্র হয়।

English summary
East Bengal Have Won More Matches Than Mohun Bagan In The History Of Kolkata Derby. In The ISL, ATK Mohun Bagan Have Defeated SC East Bengal In Both The Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X