For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামি শিল্পপতির সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠকেও কি প্রাচীর কোয়েসে ধাক্কা খাচ্ছে ইস্টবেঙ্গল?

নামি শিল্পপতির সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠকেও কি প্রাচীর কোয়েসে ধাক্কা খাচ্ছে ইস্টবেঙ্গল?

  • |
Google Oneindia Bengali News

একদিকে কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস জোগাড় নিয়ে সংকট, সামনে লাইসেন্সিংয়ের দিন এগিয়ে আসা নিয়ে চাপ তৈরি। অন্যদিকে করোনা প্রকোপের মাঝে ইনভেস্টার খুঁজে না পাওয়ার কারণে আইএসএল খেলার স্বপ্ন থেকে ক্রমশ দূরত্ব বেড়ে চলা!

এই রকম একাধিক সংকটের মাঝে আলোর দিশার খোঁজে হাল ছাড়ছে না ইস্টবেঙ্গল। ফেডারেশন সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে আলোচনার পর আইএসএল খেলা নিয়ে আশা রাখছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার জানা যাচ্ছে, বিনিয়োগ নিয়ে এক বিশেষ শিল্পপতির সঙ্গে একাধিক বৈঠক করেছে লাল-হলুদ ব্রিগেড।

শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের বৈঠক

শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের বৈঠক

জানা যাচ্ছে, শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে আগামী দিনে বিনিয়োগ নিয়ে ইস্টবেঙ্গল একাধিক বৈঠক করে। হর্ষ নেওটিয়া ইস্টবেঙ্গলে টাকা ঢালতেও রাজি রয়েছেন।

করোনা পরিস্থিতির কারণে ইস্টবেঙ্গলের আকাশে কালো মেঘ

করোনা পরিস্থিতির কারণে ইস্টবেঙ্গলের আকাশে কালো মেঘ

কিন্তু করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কার পর নেওটিয়া পরিকল্পনা পাল্টেচ্ছেন। করোনা পরবর্তী সময়ে এখন ইস্টবেঙ্গল ক্লাবে ৬ থেকে ৮ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছেন তিনি। এরপর বিদেশি একটি কোম্পানির সঙ্গে ইস্টবেঙ্গল নতুন ইনভেস্টার খুঁজতে একাধিক মিটিং করে।

লাইসেন্স সংকটে ইস্টবেঙ্গলের বিনিয়োগ এখন জটিলতার মুখে

লাইসেন্স সংকটে ইস্টবেঙ্গলের বিনিয়োগ এখন জটিলতার মুখে

এর মাঝেই ফেডারেশনকে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টিং রাইটস এখনও তাদের কাছেই রয়েছে বলে কোয়েসের পক্ষ থেকে অজিত আইজ্যাক জানিয়েছেন। ফলে ইস্টবেঙ্গলের লাইসেন্সিং নিয়ে জটিলতা আরও বেড়েছে। ফলে আগামী দিনে যে কোনও লিগে খেলার বিষয়ে চাপের মুখে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে ক্লাবের কাছে বিনিয়োগকারী জোগাড়ও এখন কঠিন সংকট হয়ে উঠেছে।

কোয়েস বনাম ইস্টবেঙ্গলের এই ঝামেলা কি এবার আইনি পথে সমাধান

কোয়েস বনাম ইস্টবেঙ্গলের এই ঝামেলা কি এবার আইনি পথে সমাধান

এই ইঙ্গিতও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে কোয়েসের থেকে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস পেতে হবে। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান না হলে সেক্ষেত্রে কোয়েস-ইস্টবেঙ্গলের মধ্যে আইনি পথে মীমাংসা হতে পারে।

জুভেন্তাসে মেসি-রোনাল্ডো জুটি? নাকি গুয়ার্দিওয়ালার কোচিংয়ে লিও? কী বললেন বিশ্বকাপার ব্রাজিলিয়ানজুভেন্তাসে মেসি-রোনাল্ডো জুটি? নাকি গুয়ার্দিওয়ালার কোচিংয়ে লিও? কী বললেন বিশ্বকাপার ব্রাজিলিয়ান

English summary
East bengal have discussion with Harsh Neotia for investment,but still problem with sporting rights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X