For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র অনিশ্চয়তার মধ্যেই আইএসএল নিয়ে ইস্টবেঙ্গলে কোন আশার আলো

ভেন্যু ঘোষণা পিছতে আইএসএল নিয়ে বাড়তি সময় পেল ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

আইএসএল ইস্যুতে আরও কিছুদিন সময় পেতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ক্লাবকে বাতিলের খাতায় ফেলেই আইএসএল নিয়ে এফএসডিএল কার্যত প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু শুক্রবার তারা ভেন্যু ঘোষণা সিদ্ধান্ত জানায়নি। কয়েকদিনের জন্য সিদ্ধান্ত জানানো পিছিয়ে দেওয়ায় ইস্টবেঙ্গল ইনভেস্টার জোগাড় করে আইএলএলে ঢুকে পড়ার জন্য বাড়তি কিছুদিনের সুযোগ পাচ্ছে।

ভেন্যু ঘোষণা পিছতে আইএসএল নিয়ে বাড়তি সময় পেল ইস্টবেঙ্গল

কোভিড পরিস্থিতিতে ১০ দলের আইএসএলের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়ে রেখেছে এফএসডিএল। অর্থাৎ আগামী মরসুম নতুন দল না নিয়েই আইএসএল কর্তৃপক্ষ পরিকল্পনা তৈরি করছে। নতুন দল নিয়ে করোনা পরিস্থিতিতে ম্যাচের সংখ্যা বাড়বে। এতে লিগ আরও দীর্ঘ হবে, কোভিড পরিস্থিতিতে যা নিয়ে সমস্যা বাড়বে। দশ দলের আইএসএল ভাবনা জেনে এরপরই, করোনা আবহে ইনভেস্টার জোগাড় করতে উঠতে না পারার যুক্তিতে এফএসডিএলের কাছে কিছুটা সময় চেয়েছিল ইস্টবেঙ্গল। সেই নিয়েই এবার লাল-হলুদ ক্লাবের আইএলএস খেলার শর্তপূরণের জন্য কিছুটা সময় দিচ্ছে এফএসডিএল।

শুক্রবার আইএসএলের ভেন্যু ঘোষণার কথা থাকলেও সিদ্ধার্থ জানানো কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের শেষদিকে ভেন্যু জানিয়ে দিতে পারে এফএসডিএল। ১০ অগাস্ট আবার আইএসএলের ক্লাবগুলির জার্সির ডিজাইন জমা দেওয়ার শেষ দিন।

এরপর এফএসডিএলের পক্ষ থেকে ৩১ অগাস্ট সূচি প্রকাশ করে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ অক্টোবর থেকে দলগুলি প্রি সিজন প্রস্তুতি শুরু করে দিতে পারবে।

তীব্র অনিশ্চয়তার মধ্যেই আইএসএল নিয়ে ইস্টবেঙ্গলে কোন আশার আলো

তীব্র অনিশ্চয়তার মাঝেই ইস্টবেঙ্গলের ফেসুবকে আজ বেলা ১১টা পর্যন্ত ফ্যানেদের থেকে জার্সির ডিজাইন জমা নেওয়ায় সময় বেধে দেওয়া হয়। ফ্যানেদের পাঠানো ডিজাইন থেকেই সেরা তিনি বেছে নেওয়া হবে। ফলে আইএসএল নিয়ে হাতে আরও কয়েকদিন পাওয়ায় এখনও ইস্টবেঙ্গল কর্তা ও সমর্থকরা দেশের এক নম্বর লিগে খেলার বিষয়ে আশা রাখছেন।

English summary
East Bengal get more days to get investor to play Isl in this season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X