For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে মোহনবাগানের এই তরুণ ফুটবলারকে পেতে ঝাঁপাল ইস্টবেঙ্গল, লাল-হলুদের কোচ নিয়ে বড় আপডেট

এটিকে মোহনবাগানের এই তরুণ ফুটবলারকে পেতে ঝাঁপাল ইস্টবেঙ্গল, লাল-হলুদের কোচ নিয়ে বড় আপডেট

Google Oneindia Bengali News

সন্দেশ ঝিংঘানের কাছে মোটা অঙ্কের অফার আগেই দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। এ বার এই তালিকায় নবতম সংযোজন দীপক টাংরি। ২৩ বছর বয়সী এটিকে মোহনবাগানের এই ডিফেন্ডারের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের রিক্রুটারদের।

ইস্টবেঙ্গলের নজরে দীপক টাংরি:

ইস্টবেঙ্গলের নজরে দীপক টাংরি:

মোহনবাগান অ্যাকাডেমির প্রোডাক্ট দীপক টাংরিকে সই করানোর বিষয়ে উদ্যোগী হল ইস্টবেঙ্গল। গত মরসুমে এটিকে মোহনবাগানের রক্ষণভাগের ফুটবলার দীপক টাংরি নজর কেড়েছিলেন। ডিফেন্সের পাশাপাশি প্রয়োজনে মাঝমাঠে ব্লকারের কাজটাও করতে পারেন তিনি। সন্দেশ ঝিংঘানে মতো দীপককেও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। যা যথেষ্ট ভাবাচ্ছে তাঁকে।

দীপককে পেতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে:

দীপককে পেতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে:

গত মরসুমে দীপক টাংরির সঙ্গে দুই বছরের চুক্তি করে এটিকে মোহনবাগান। যার ফলে ২০২৩ সালের ৩১ মে দীপকের সঙ্গে চুক্তি শেষ হবে সবুজ-মেরুনের। তার আগে এই তরুণ ফুটবলারটিকে লাল-হলুদ জার্সিতে খেলাতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তাই লোনে টাংরিকে দলে নেওয়া সম্ভবনা নেই।

আইএসএল-এ দীপক টাংরি:

আইএসএল-এ দীপক টাংরি:

আইএসএল-এ চেন্নাই এফসির জার্সি গায়ে যাত্রা শুরু করেছিল দীপক। কিন্তু সেখানে তিনি তেমন সাফল্য পাননি। এরপর গত মরসুমে এটিকে মোহনবাগানে আসেন এই ডিফেন্ডার যিনি প্রয়োজনে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত টাংরি চেন্নাইয়ানের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। যার মধ্যে এক মরসুম লোনে খেলেন ইন্ডিয়ান অ্যারোজে। এটিকে মোহনবাগানের হয়ে এখনও পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন পাঞ্জাবের এই ফুটবলার। ইস্টবেঙ্গল কর্তারা দীপককে পাওয়ার জন্য ফোকাসড হলেও পুরোটা নির্ভর করবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের উপর। কারণ ইস্টবেঙ্গলে তাঁকে খেলতে হলে মোহনবাগানের থেকে রিলিজ নিতে হবে। সেক্ষেত্রে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করতেই পারে সবুজ-মেরুন।

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে বিনো জর্জ:

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে বিনো জর্জ:

কেরলকে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করা বিনো জর্জকে কোচ হওয়ার প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। বিনো নিজের ইস্টবেঙ্গলের তরফ থেকে পাওয়া কোচ হওয়ার প্রস্তাবের কথা স্বীকার করে নিয়েছেন। ত্রিশূরের ৪৫ বছর বয়সী বিনো আগেও কলকাতা ময়দানে কোচিং করিয়েছেন। ইউনাইটেড স্পোর্টসের কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত গোকুলাম কেরলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। মূলত কলকাতা লিগের কথা মাথায় রেখেই বিনোকে প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। পরবর্তীতে বিদেশি কোচের সঙ্গে ডুরান্ড এবং আইএসএল-এ সহকারী হিসেবে কাজ করবেন তিনি। এমনটাই পরিকল্পনা রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। এর আগে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন বাংলাকে সন্তোষ ট্রফির ফাইনালে তোলা রঞ্জন ভট্টাচার্য এবং মোহনবাগানের কলকাতা লিগ জয়ী কোচ শঙ্করলাল চক্রবর্তী।

আর্জেন্টিনার রোনাল্ডোর সই মুম্বই সিটি এফসিতে, এফসি গোয়ায় আসছেন হাকিমির দেশের এই ফুটবলারেরআর্জেন্টিনার রোনাল্ডোর সই মুম্বই সিটি এফসিতে, এফসি গোয়ায় আসছেন হাকিমির দেশের এই ফুটবলারের

English summary
East Bengal eyes to sign deepak tangri from ATK Mohun Bagan. Red and Gold management has also put an offer on the table to Bino George to coach East Bengal fr forthcoming season in Calcutta Football League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X