For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগের মাঝে কীভাবে পালন হবে ইস্টবেঙ্গল দিবস, কাঁদের হাতে সম্মান তুলে দিতে চলেছে ক্লাব

করোনা উদ্বেগের মাঝে কীভাবে পালন হবে ইস্টবেঙ্গল দিবস, কাঁদের হাতে সম্মান তুলে দিতে চলেছে ক্লাব

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগের মাঝে এবছর ছিমছাম করে হতে চলেছে ইস্টবেঙ্গল দিবস। ১ লা অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস নিয়ে এবছর কোনও জাঁকজমক থাকছে না। অদৃশ্য ভাইরাসের কারণে দেশজুড়ে থর হরিকম্প পরিস্থিতি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভাইরাস আটকাতে স্বাস্থ্যবিধি মেনে জমায়েত এড়িয়ে চলতেই এবছর তাই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালনে জমকালো অনুষ্ঠান এড়িয়ে যাওয়া হচ্ছে। জাঁকজমক এড়িয়ে যাওয়া হলেও, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ক্লাবে তৎপরতা তুঙ্গে।

কাঁদের সম্মানিত করা হচ্ছে

কাঁদের সম্মানিত করা হচ্ছে

ইস্টবেঙ্গল দিবস উপলক্ষ্যে প্রথম আই লিগ জয়ী কোচ মনোরঞ্জন ভট্টাচার্য ও আশিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিককে ক্লাব তাঁবুতে সম্মানিত করা হবে। ১ লা অগাস্ট বিকেল চারটের সময় ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান শুরু হবে।

স্বল্পসূচিতে ইস্টবেঙ্গল দিবস পালন

স্বল্পসূচিতে ইস্টবেঙ্গল দিবস পালন

করোনায় ভয়াবহতার কারণে রাজ্যে এখন সপ্তাহে দুদিন করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন রাখার সিদ্ধান্ত হয়েছে। পরের সপ্তাহের এই লকডাউন বুধবার ও আরও একদিন করা হয়েছে। সেক্ষেত্রে লকডাউনের বাধানিষেধের জন্য স্বাস্থ্যবিধি রক্ষা করে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান স্বল্প করছে ক্লাব।

শুক্রবার কী নিয়ে বৈঠক?

শুক্রবার কী নিয়ে বৈঠক?

১ লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবস স্বল্পসূচিতে পালন করা হলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সূচিকে ক্লাবের প্রতিষ্ঠা দিবস কীভাবে পালন করা যাবে, সেই নিয়ে শুক্রবার ক্লাবে বৈঠক রয়েছে।

সুন্দরবনে আম্ফান দুর্গতদের পাশে ইস্টবেঙ্গল

সুন্দরবনে আম্ফান দুর্গতদের পাশে ইস্টবেঙ্গল

ক্লাবের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, প্রতিষ্ঠা দিবসের খরচ বাঁচায় সেই অর্থ সুন্দরবনে আম্ফান দুর্গতদের সাহায্য করতে ব্যয় করা হবে। সেই সঙ্গে জীবনকৃতি ও বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার খরচ এবছর বেঁচে যাওয়ায় সেই অর্থ সামাজিক কাজে ব্যয় করা হবে বলে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে।

সৌরভের ভারত অধিনায়ক হওয়ার পথে কাঁটা ছিলেন বিসিসিআই সুপ্রিমো এবং কোচ! সৌরভের ভারত অধিনায়ক হওয়ার পথে কাঁটা ছিলেন বিসিসিআই সুপ্রিমো এবং কোচ!

English summary
East bengal day on 1st august will organise with limited resources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X