For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্পোর্টিং রাইটস' হাতে পেলেই নতুন ফুটবলারদের সঙ্গে পরিবর্তিত চুক্তির আশ্বাস ইস্টবেঙ্গলের!

'স্পোর্টিং রাইটস' হাতে পেলেই নতুন ফুটবলারদের সঙ্গে পরিবর্তিত চুক্তি ইস্টবেঙ্গলের!

  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল বনাম কোয়েসের দ্বন্দ্ব যেন থামার নামই নিচ্ছে না। ফুটবলারদের দুই মাসের বেতন বাকি রেখে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। একই সঙ্গে ক্লাবের 'স্পোর্টিং রাইটস' নিজেদের হাতে রেখে ইস্টবেঙ্গলের এএফসি লাইসেন্স নবীকরণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কোয়েস। এমতাবস্থায় ক্লাবের সঙ্গে নতুন ভাবে চুক্তিবদ্ধ হওয়া ফুটবলারদের বিশেষ বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। জেনে নেওয়া যাক সেই বার্তা।

ফুটবলারদের বার্তা ইস্টবেঙ্গলের

ফুটবলারদের বার্তা ইস্টবেঙ্গলের

এই মরশুমেই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ফুটবলারদের বিশেষ বার্তা দিয়েছেন ক্লাব কর্তারা। তাঁরা স্বীকার করেছেন যে ফুটবলারদের প্রাক্তন বিনিয়োগকারী কোয়েসের অধীনেই চুক্তিপত্রে সই করানো হয়েছিল। কোয়েসের সঙ্গে তাঁদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় সেই চুক্তিপত্রের বৈধতাও শেষ হয়েছে। এমতাবস্থায় বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থার কাছ থেকে 'স্পোর্টিং রাইটস' ফিরে পেলেই ফুটবলারদের নতুন বিনিয়োগকারীর অধীনে পরিবর্তিত চুক্তিতে সই করানো হবে বলে লাল-হলুদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। মোট ২০ জন ফুটবলার রয়েছেন সেই তালিকায়।

ইস্টবেঙ্গল-কোয়েসের বিচ্ছেদ

ইস্টবেঙ্গল-কোয়েসের বিচ্ছেদ

২০১৮ সালের জুলাইতে বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ইস্টবেঙ্গল। এরপর থেকে কোয়েস ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড হিসেবে চিহ্নিত হয় লাল-হলুদ। ক্লাবের ৭০ শতাংশ স্টেক নিজেদের হাতে রেখেছিল বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। কিন্তু সময়ের আগেই নিজেদের তলপি-তলপা গুটিয়ে ফেলে কোয়েস। আনুষ্ঠানিক ভাবে লাল-হলুদের সঙ্গে নিজেদের বিচ্ছেদও ঘোষণা করেছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা।

স্পোর্টিং রাইটস নিয়ে টানাপোড়েন

স্পোর্টিং রাইটস নিয়ে টানাপোড়েন

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলেও কোয়েসের থেকে 'স্পোর্টিং রাইটস' ফিরে পেতে ইস্টবেঙ্গলের কালঘাম ছুটছে। কারণ ক্লাবের স্বত্ত্বাধিকার কবে হস্তান্তর করা হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি বেঙ্গালুরুর সংস্থা। তাতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলার ফুটবল মহল। কারণ স্পোর্টিং রাইটস ছাড়া দেশ ও বিদেশের কোনও ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ইস্টবেঙ্গল। কলকাতা লিগ খেলা থেকেও বঞ্চিত হবে রেঞ্জার্সরা। পাশাপাশি কোয়েসের কাছ থেকে স্পোর্টিং রাইটস না পাওয়া পর্যন্ত লাল-হলুদের পক্ষে এএফসি ক্লাব লাইসেন্স নবীকরণ করাও সম্ভব হবে না।

লাল-হলুদে সই করা নতুন ফুটবলারদের তালিকা

লাল-হলুদে সই করা নতুন ফুটবলারদের তালিকা

মিলন সিং, মহম্মদ রফিক, ইউগেনেসন লিংডো, রিনো অ্যান্টো, সিকে ভিনিত, বিকাশ সাইনি, প্রীতম সিং, অনিল চাভান, গিরিক খোসলা, শংকর রায়, কিগান পেরেইরা, মহম্মদ ইরশাদ, বিকাশ জাইরু, কেভিন লোবো, শেহনাজ সিং, লোকেন মেইতেই, রফিক আলি সর্দার, আংগুয়োসানা লুয়াং, গুরতেজ সিং, নবীন গুরুং, লালরাম চুলোভা, বলবন্ত সিং।

মমতা সরকারের সহযোগিতায় আইএসএল খেলা নিয়ে আত্মবিশ্বাসী হচ্ছে ইস্টবেঙ্গলমমতা সরকারের সহযোগিতায় আইএসএল খেলা নিয়ে আত্মবিশ্বাসী হচ্ছে ইস্টবেঙ্গল

English summary
East Bengal assures 'new contracts' under the new entity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X