For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশিদের ছাড়াই আইএসএলের দল ঘোষণা ইস্টবেঙ্গলের, সংখ্যাটা জেনে নিন

বিদেশিদের ছাড়াই আইএসএলের দল ঘোষণা ইস্টবেঙ্গলের, সংখ্যাটা জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল খেলার জন্য কোমর বেঁধে ফেলল এসসি ইস্টবেঙ্গল। জনপ্রিয় এই ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতা করার স্বার্থে বিদেশিদের ছাড়াই ঘরোয়া দল ঘোষণা করল লাল-হলুদ। মঙ্গলবার মোট বাইশ জন ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করেছে কলকাতার ক্লাব। তাতে রয়েছেন চার জন গোলরক্ষক, আট জন ডিফেন্ডার, আট জন মিডফিল্ডার এবং দুই জন ফরোয়ার্ডের নাম। সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

গোলরক্ষক

গোলরক্ষক

দেবজিৎ মজুমদার, মির্শাদ কুটাপুন্না, শঙ্কর রায়, মহম্মদ রফিক আলি সর্দার।

ডিফেন্ডার

ডিফেন্ডার

গুরতেজ সিং, নায়ারণ দাস, সামাদ আলি মল্লিক, লালরামচুলোভা, মহম্মদ ইরশাদ, রোহেন সিং, অভিষেক আম্বেকর, রানা ঘরামি।

মাঝমাঠ

মাঝমাঠ

শেহেনাজ সিং, বিকাশ জাইরু, ইয়ুমনাম গোপী সিং, ইউজেনেসন লিংডো, ওয়াহেংবাম আংগৌসানা, মহম্মদ রফিক, মৌরাংথেম লোকেন মেইতেই, সুরচন্দ্র সিং চানদাম।

ফরোয়ার্ড

ফরোয়ার্ড

জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং।

মাঝমাঠে শক্ত খুঁটি

ইংল্যান্ডের বার্মিংহ্যাম সিটির প্রাক্তন মিডফিল্ডার জ্যাকুয়েস মাঘোমাকে আইএসএলের জন্য সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ৩৩ বছরের এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন লাল-হলুদের কর্তারা। মাঘোমার সঙ্গে স্কট নেভিল, অ্যান্টোনি পিকিংটন, অ্যারন জোশুয়াদের বন্ধন অটুঁট হবে বলে আশা এসসি ইস্টবেঙ্গলের।

নারায়ণ ও জেজে-কে নিয়ে কিস্তিমাত

নারায়ণ ও জেজে-কে নিয়ে কিস্তিমাত

শেষ বেলায় ভারতীয় ফুটবল দলের লেফ্ট ব্যাক নারায়ণ দাসকে দলে নেওয়াকে বিরাট বড় সাফল্য বলে আখ্যা দিচ্ছে ইস্টবেঙ্গল। অন্যদিকে স্ট্রাইকার জেজে লালপেকলুয়াকে পেয়েও বেশ চনমনে হয়ে উঠেছেন লাল-হলুদ সমর্থকরা।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

English summary
East Bengal announces its domestic squad for Hero Indian Super League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X