For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েল

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে এবার এসসি ইস্টবেঙ্গলে খেলবেন নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েল। লাল হলুদের তরফে আজই পঞ্চম বিদেশির নাম ঘোষণা করা হয়। ২৩ বছরের সিডোয়েল এসসি ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজের প্রশিক্ষণে আগেও খেলেছেন হারকিউলিস সিএফে।

এসসি ইস্টবেঙ্গলে পঞ্চম বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার সিডোয়েল

(ছবি- ড্যারেন সিডোয়েলের ইনস্টাগ্রাম)

লাল হলুদে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিয়ার্ড ম্যানুয়েল মানোলো দিয়াজের হাতে। স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির দেরভিসেভিচের নাম ঘোষণা করা হয়েছিল প্রথম বিদেশি হিসেবে। এরপর অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলা, ক্রোয়েশিয়ার সেন্টার-ব্যাক ফ্রানজো প্রিস ও নাইজেরিয়ার স্ট্রাইকার ড্যানিয়েল চিমার নাম ঘোষণা করা হয়। আজ জানানো হল সিডোয়েলের এসসি ইস্টবেঙ্গলে এক বছরের জন্য সই করার কথা। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কর্ডোবা সিএফ থেকে তিনি লাল হলুদে আসছেন। গত ফেব্রুয়ারিতে তিনি লোনে যোগ দেন দিয়াজের প্রশিক্ষণাধীন হারকিউলিসে। সিডোয়েল সেন্টার-ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পছন্দ করেন। বল ধরে দ্রুতগতিতে আক্রমণে চলে যেতে পারেন আয়াক্সের মতো নামি ক্লাবে ইউথ কেরিয়ার কাটানো সিডোয়েল।

নতুন ক্লাবে সই করার পর সিডোয়েল বলেছেন, এসসি ইস্টবেঙ্গল আমার কাছে এক নতুন সুযোগ এনে দিয়েছে। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আইএসএলে খেলে আমি অনেক কিছু শিখতে এবং নিজেকে আরও উন্নত করতে আমি মুখিয়ে রয়েছি। মানোলোর প্রশিক্ষণে খেলেছি, তাই এখানে সুবিধাই হবে। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে এবং ফের তাঁর কোচিংয়ে খেলার সুযোগ পাচ্ছি ভেবে ভালো লাগছে। আয়াক্স ইউথ সিস্টেমের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। আমি সেখানে প্রশিক্ষণ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করি। সেই অভিজ্ঞতা আমি এসসি ইস্টবেঙ্গলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি জানি এটি এশিয়ার অন্যতম বড় ক্লাব এবং সমর্থকদের কতটা আবেগ রয়েছে। তাঁরা গ্যালারিতে হাজির থাকতে না পারলেও আমরা সকলে মিলে ভালো ফুটবল উপহার দিতে চাই। হেড কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজও খুশি সিডোয়েলকে পেয়ে। তিনি বলেছেন, সিডোয়েলের বয়স কম এবং খুব পরিশ্রমী। গোটা মাঠ জুড়ে খেলতে পারে, তাই তাঁকে ইউটিলিটি ফুটবলার বলা চলে। সিডোয়েল মাঠে নামার জন্য প্রস্তুত। ২০১২ সালে আয়াক্সে যোদ দেওয়ার আগে এডিও ডেন হ্যাগে কেরিয়ার শুরু করেছিলেন সিডোয়েল।

নেদারল্যান্ডসের অনূর্ধ্ব ১৫, ১৬ ও ১৭ দলের হয়ে খেলেছেন সিডোয়েল। ২০১৭-১৮ মরশুমে জং আয়াক্সের হয়ে খেলার পর তিনি ইংল্যান্ডে রিডিংয়ের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে খেলার পর তিনি চলে যান বুলগেরিয়ার প্রথম সারির দল এফসি আরডা কার্ডঝালিতে। ২০২০ সালে যোগ দেন কর্ডোবায়। শেষ মুহূর্তে দল গঠনে নেমে এসসি ইস্টবেঙ্গল গতবারের চেয়ে শক্তিশালী দল গড়ছে বলেও মনে করা হচ্ছে। তবে সকলেই সই করছেন এক বছরের চুক্তিতে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের কর্তারা চূড়ান্ত চুক্তিপত্রে সই না করে যে মনোভাব দেখিয়েছেন তাতে বিরক্ত লগ্নিকারী শ্রী সিমেন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রক্ষা করে এই বছর লাল হলুদকে আইএসএল খেলার বন্দোবস্ত করে দিলেও পরের বছর আইএলএলে অন্য কোনও দলে লগ্নি করতে পারে শ্রী সিমেন্ট। ইস্টবেঙ্গলের কর্তাদের পাঠানো ফুটবলারদের তালিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে দল গঠন করছে এসসি ইস্টবেঙ্গলে লগ্নিকারী শ্রী সিমেন্ট।

English summary
Dutch Defensive Midfielder Darren Sidoel Will Play For SC East Bengal In The Upcoming ISL. He Has Played Under SC East Bengal Head Coach Manuel ‘Manolo’ Diaz At Spanish Side Hércules CF.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X