For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাদোনার ছবির মধ্যে দিয়ে কোকেন পাচার, ১২টি ছবি ছিঁড়ে পাওয়া গেল ২.৬৫ কেজি ওজনের মাদক

মারাদোনার ছবির মধ্যে দিয়ে কোকেন পাচার, ১২টি ছবি ছিঁড়ে পাওয়া গেল ২.৬৫ কেজি ওজনের মাদক

  • |
Google Oneindia Bengali News

বিষের বছর অভিশপ্ত ২০২০তে প্রয়াত হয়েছেন দিয়েগো মারাদোনা। ফুটবল ঈশ্বরকে হারানোর যন্ত্রণায় আজও মন খারাপ ফুটবলবিশ্বের। এর মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। এবার না ফেরার দেশে চলে যাওয়া কিংবদন্তি মারাদোনার ছবি ব্যবহার করে কোকেন পাচারের ছক!

২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়েছে

২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়েছে

ঘটনা ইস্তানবুল বিমানবন্দরে। ইস্তানবুলে ২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়েছে। বিমানবন্দর পুলিশ সূত্রে খবর সদ্য প্রয়াত দিয়েগো মারাদোনার ১২টি ছবির নীচে লুকিয়ে পাচার করা হচ্ছিল। বিমানবন্দর কর্মীরা অবশ্য কোকেন পাচারের এই ছক ভেস্তে দেন।

মারাদোনার ১২টি ছবি থেকে কোকেন উদ্ধার

মারাদোনার ১২টি ছবি থেকে কোকেন উদ্ধার

জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় উদ্ধার করা এই কোকেনের মূল্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ। ৭২ বছরের এক বৃদ্ধ জার্মান কলোম্বিয়া থেকে ইস্তানবুল আসেন। তাঁর সঙ্গে ছিল মারাদোনার ১২টি ছবি। সেই ছবির মধ্যে করেই কোকেন পাচার করার চেষ্টা করছিলেন ঐ বৃদ্ধ।

ঠিক যেন সিনেমার মতো, পুলিশ কুকুর খুঁজে দিল কোকেন

ঠিক যেন সিনেমার মতো, পুলিশ কুকুর খুঁজে দিল কোকেন

বিমানবন্দরের এক্স রে মেশিনে জার্মান ব্যক্তির জিনিসপত্রে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এখানে পুলিশ কুকুরদের বিশেষ ভূমিকা রয়েছে। পুলিশ কুকুররা বিমানবন্দর পুলিশকে সন্দেহজনক কোকেন খুঁজে পেতে সাহায্য করে।

 মারাদোনার ছবির ভিতর কোকেন মুড়ে পাচার

মারাদোনার ছবির ভিতর কোকেন মুড়ে পাচার

ইতিমধ্য মারাদোনার ছবি থেকে কোকেন উদ্ধার করার ভিডিও পুলিশ আধিকারিকরা ক্যামেরা বন্দি করে রেখেছেন। সেখানেই দেখা যায় মারাদোনার ছবির ভিতরে ফয়েলে মুড়ে কোকেন পাচার করা হচ্ছিল।

English summary
Drug trafficker tried to smuggle Cocaine by 12 Diego Maradona paintings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X