For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের আবদনে কি সাড়া দিল এফএসডিএল? ফেডারেশনকে অন্ধকারে রাখা নিয়ে ক্ষোভ!

ইস্টবেঙ্গলের আবদনে কি সাড়া দিল এফএসডিএল? ফেডারেশনকে অন্ধকারে রাখা নিয়ে ক্ষোভ!

  • |
Google Oneindia Bengali News

ফেডারেশনকে অন্ধকারে রেখে এফএসডিএলের কাছে ইস্টবেঙ্গলের চিঠি পাঠানো ভালোভাবে নিচ্ছেন না ফেডারেশন সচিব কুশল দাস। ফেডারেশনের অন্দরমহল সূত্রে অবশ্য এমনটাই খবর।

দশ দলের আইএসএল ভাবনা এফএসডিএলের

দশ দলের আইএসএল ভাবনা এফএসডিএলের

শনিবার এফএসডিএল, দশ দলের আইএসএলের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছে। যার পর এবছর ইস্টবেঙ্গলের আইএসএল খেলা শেষ পর্যন্ত আর সম্ভব হচ্ছে না, ধরে নেওয়া হচ্ছে। ইনভেস্টার পেয়ে শেষ মুহূর্তে কোনও মিরাকেল না হলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা দীর্ঘায়িত হয়ে পরের বছর হতে চলেছে।

এফএসডিএলকে চিঠি ইস্টবেঙ্গলের

এফএসডিএলকে চিঠি ইস্টবেঙ্গলের

এরপরই আইএসএল খেলার জন্য ক্লাবকে সময় দেওয়ার অনুরোধ জানিয়ে এফএসডিএলকে মেইল করেছে ইস্টবেঙ্গল। ফেডারেশনকে অন্ধকারে রেখে এফএসডিএলকে এই মেইল করে আবেদন করার বিষয়টা ভারতীয় ফুটবলের সর্বময় কর্তারা অবশ্য ভালো চোখে দেখছেন না।

ফেডারেশন সচিব কুশল দাস যা জানালেন

ফেডারেশন সচিব কুশল দাস যা জানালেন

ফেডারেশন সচিব কুশল দাস এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'ইস্টবেঙ্গলের চিঠি দেওয়ার কথা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এফএসডিএল দশ দলের লিগ করার কথা জানাতে কর্তাদের টনক নড়ে।'

ইস্টবেঙ্গলের আরও পেশাদার হওয়ার উচিত, মনে করছেন কুশল

ইস্টবেঙ্গলের আরও পেশাদার হওয়ার উচিত, মনে করছেন কুশল

সেই সঙ্গে কুশল দাস আরও বলেছেন, 'ইস্টবেঙ্গল সহ সব ক্লাবকে আরও বেশি পেশাদার হতে হবে। শক্তিশালী ইনভেক্টর জোগাড় করার ক্ষেত্রে সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল পরের মরসুমে বিড করে ভালোভাবে গুছিয়ে সরাসরি আইএসএল খেলতে পারে। তাড়াহুড়ো করার কোনও প্রয়োজনই নেই। উল্টে আই লিগে শীর্ষস্থান পেয়ে এএফসি কাপের মূল পর্বে খেললে সেটাও ইস্টবেঙ্গলের পক্ষে দারুণ গৌরবের হবে।'

ইস্টবেঙ্গলের আবদনে কি সাড়া দিল এফএসডিএল?

ইস্টবেঙ্গলের আবদনে কি সাড়া দিল এফএসডিএল?

শোনা যাচ্ছে, আইএসএল খেলার জন্য সময় চেয়ে ইস্টবেঙ্গল যে মেইল করেছিল, তার পাল্টায় এফএসডিএল এখনও কোনও ইতিবাচক সাড়া দেয়নি।

অর্ধাঙ্গিনীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট, পাল্টে গিয়েছে জীবনই!অর্ধাঙ্গিনীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট, পাল্টে গিয়েছে জীবনই!

English summary
Does FSDL reply to East Bengal mail on ISL issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X