For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেলে-মারাদোনার মধ্যে কে সেরা? কী বলেছিলেন ফুটবল রাজপুত্র দিয়েগো

পেলে-মারাদোনার মধ্যে কে সেরা? কী বলেছিলেন ফুটবল রাজপুত্র দিয়েগো

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পেলের প্রয়াণের সঙ্গেই বিশ্ব ফুটবলের সর্বকালের দুই সেরা ফুটবলারের বিদায় ঘটল। ২০২০ সালে দিয়েগো মারাদোনা সারা বিশ্বকে কাঁদিয়ে ফুটবলকে অপূরণীয় ক্ষতির মধ্যে ঠেলে বিদায় জানিয়েছিলেন ফুটবলকে। রাজপুত্রের প্রয়াণের দুই বছর পর বিশ্ব ফুটবল আরও একবার অন্ধকারে ঢেকে গিয়েছে, প্রয়াত হয়েছেন সম্রাট।

কে সেরা পেলে নাকি মারাদোনা:

কে সেরা পেলে নাকি মারাদোনা:

এখনও পর্যন্ত একটা তর্ক চলে এবং সেটি কে সেরা মেসি নাকি মারাদোনা তা নিয়ে। সারা বিশ্বে এবং ফুটবল যত দিন থাকবে তত দিন এই তর্কও চলবে সেই বিষয়ে কোনও সংশয় নেই। তবে, এই দুই শ্রেষ্ঠ ফুটবলারের সম্পর্ক নিজেদের মধ্যে ছিল অত্যন্ত সুদৃঢ় এবং উভয়ই উভয়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। বহু বছর আগে ফুটবল রাজপুত্রকে এই প্রশ্নটাই করেছিলেন এক সাংবাদিক, তিনি জিজ্ঞাসা করেছিলেন কে সেরা আপনি নাকি পেলে? মারাদোনা অত্যন্ত নম্র এবং ধীর কন্ঠে উত্তর দিয়ে জানিয়ে দিয়েছিলেন, পেলেই শ্রেষ্ঠ। বিশ্ব ফুটবরের সর্বকালের অন্যতম সেরা মহানক্ষত্র বলেছিলেন, "না, না, মারাদোনা মারাদোনাই, পেলে ছিলেন মহান ফুটবলার। আমি এক জন সাধারণ ফুটবলার। আমি পেলেকে অনুকরণ করার চেষ্টা করি না। প্রত্যেকেই জানেন তিনি সর্বকালের সেরা।"

পেলে এবং মারাদোনার সাফল্য:

পেলে এবং মারাদোনার সাফল্য:

পেলে এবং মারাদোনা উভয়ই একই সংখ্যক খেতাব জিতেছে পুরো কেরিয়ারে। ক্লাব এবং দেশ মিলিয়ে ১৪টি করে ট্রফি জিতেছেন এই দুই কিংবদন্তি। পেলে তিনটি বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি। মারাদোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছিলেন ১৯৮৬ সালে। যা পরিচিত মারাোনার বিশ্বকাপ হিসেবে। একার কাঁধে কী ভাবে একটা দলকে বিশ্বকাপ দেওয়া যায় তা দেখিয়েছিলেন মারাদোনা। আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে ৩৪টি গোল করেছেন মারাদোনা। ব্রাজিলের হয়ে ৯০ ম্যাচে ৭৭টি গোল করেছেন পেলে। মারাদোনা ১৯৯০ বিশ্বকাপও চ্যাম্পিয়ন করতে পারতেন আর্জেন্টিনাকে যদি রেফারি স্বচ্ছ ভাবে ম্যাচ পরিচালনা করত। জার্মানির কাছে পরাজিত হতে হয়েছিল মারাদোনাকে। এই ম্যাচে জোড়া লাল কার্ড দেখানো হয়েছিল আর্জেন্টিনাকে।

মরাদোনার প্রয়াণের পর পেলের টুইট:

মরাদোনার প্রয়াণের পর পেলের টুইট:

ক্রীড়াক্ষেত্রকে অন্ধকার করে ফুটবল রাজপুত্রের চির বিদায় নেওয়ার পর ভারাক্রান্ত হৃদয়ে টুইট করেছিলেন ফুটবল সম্রাট পেলে। ২০২০ সালে মারদোনার প্রয়ানের পর পেলে লিখেছিলেন, "এক দিন, আমি আশা করি আমরা এক সঙ্গে স্বর্গে বল খেলতে পারব।"

পেলে-মারাদোনা দুই মহানক্ষত্রের অবর্তমানে বিরাট শূন্যতা:

পেলে-মারাদোনা দুই মহানক্ষত্রের অবর্তমানে বিরাট শূন্যতা:

পেলে এবং মারাদোনা উভয় আর বেঁচে নেই এই পৃথিবীতে। দুই বছরের অন্তরে চলে গেলেন দুই মহানক্ষত্র। মারাদোনাকে হারানোর যন্ত্রণা এখনও ভোলা যায়নি, এই যন্ত্রণা ভোলার নয়, তার মধ্যে পেলের প্রয়াণ ফুটবলপ্রেমীদের নতুন বছরের শুরু আগে দিয়ে গেল অনন্ত দুঃখ। পেলে-মারাদোনার অবর্তমানে অভিভাবকহীন হয়ে পড়ল ফুটবল।

জেনে নিন কখন, কোথায়, কবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ফুটবল সম্র্রাট পেলেরজেনে নিন কখন, কোথায়, কবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ফুটবল সম্র্রাট পেলের

English summary
Diego Maradona thought Pele was the all time great in Football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X