For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro Cup 2020 : কেমন আছেন ক্রিশ্চিয়ান এরিকসন, বিবৃতি ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের

কেমন আছেন ক্রিশ্চিয়ান এরিকসন, বিবৃতি দিল ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন

  • |
Google Oneindia Bengali News

ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়া ক্রিশ্চিয়ান এরিকসন এখন কেমন আছেন, তা জানতে উদগ্রীব হয়ে রয়েছে বিশ্বের ফুটবল মহল। রবিবার সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন। যা শুনে কিছুটা নিশ্চিন্ত হতে পারেন ফুটবল প্রেমীরা।

কী জানাল ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন

কী জানাল ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন

মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন আগের থেকে অনেক ভাল আছেন বলে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে। অবস্থায় স্থিতিশীল হলেও ফুটবলারকে আরও হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানানো হয়েছে। এরিকসনের শরীরে আরও কিছু পরীক্ষা করা বাকি আছে বলেও ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে যে অসুস্থ ক্রিশ্চিয়ানের সঙ্গে তাদের কথাও হয়েছে।

এরিকসনের কৃতজ্ঞতা

এরিকসনের কৃতজ্ঞতা

শনিবার ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচ চলাকালীন ডেনমার্কে ক্রিশ্চিয়ান এরিকসন যখন মাঠে লুটিয়ে পড়েন, তখন তাঁর সতীর্থরা মানববন্ধন করে ঘিরে রেখেছিলেন। সে সকল বন্ধুদের প্রতি নিজের ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ড্যানিশ মিডফিল্ডার। ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে তিনি সতীর্থদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য ক্রিশ্চিয়ানের বিপর্যয়ের পর একবার স্থগিত হয়ে যাওয়া ম্যাচ ফের শুরু হলে তাতে হেরে যায় ডেনমার্ক। অসুস্থ সতীর্থের কথা ভেবে গ্রুপের বাকি ম্যাচগুলি জিততে বদ্ধপরিকর ড্যানিশ ফুটবলাররাও।

ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের ধন্যবাদ

ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের ধন্যবাদ

অতি দুঃসময়ে বিশ্বের যে সকল ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমীরা ক্রিশ্চিয়ান এরিকসন, তাঁর পরিবার ও দলের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন। ডেনমার্ক ও ইংল্যান্ডের রাজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। সকলের প্রার্থনা এবং শুভকামনা ক্রিশ্চিয়ান এরিকসন ও তাঁর পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে বলেওডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। অসুস্থ ফুটবলারের পাশে দাঁড়িয়েছে উয়েফাও।

ফুটবল মাঠে ফের কবে নামবেন ক্রিশ্চিয়ান

ফুটবল মাঠে ফের কবে নামবেন ক্রিশ্চিয়ান

স্থিতিশীল হলেও আগামী দিনে ক্রিশ্চিয়ান এরিকসনের ফুটবল মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তাররা। তা জানার পরেই ড্যানিশ ফুটবলারের মাঠে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করার ভাবনাচিন্তা শুরু করেছে ইংল্যান্ডের পেশাদার ফুটবলের নিয়ন্ত্রকরা। অন্যদিকে আন্তর্জাতিক স্তরেও এরিকসনের ফুটবল খেলার ওপর প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না। অন্তত আরও কিছুদিন না গেলে কিছু বলতে পারবেন না ডাক্তাররা।

English summary
Denmark Football Association gives update on Christian Eriksen recent health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X