For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি থেকে আই লিগে প্রথম কোনও দল, এবার ১২ দল নিয়ে আই লিগ

দিল্লি থেকে আই লিগে প্রথম কোনও দল, এবার ১২ দল নিয়ে আই লিগ

  • |
Google Oneindia Bengali News

নতুন দল নিয়ে আসন্ন মরসুমে ১২ দলের আই লিগ করতে চলেছে ফেডারেশন। এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবছর আইএসএলে খেলবে এটিকে-মোহনবাগান। তাই মোহনবাগানের পরিবর্তে আই লিগে নতুন কর্পোরেট দল নেওয়ার জন্য ফেডারেশন জুন মাসের শুরুতেই বিজ্ঞাপন দেয়। বুধবার এবার লিগের নতুন দলের নাম ঘোষণা করা হল।

দিল্লি থেকে আই লিগে প্রথম কোনও দল

দিল্লি থেকে আই লিগে প্রথম কোনও দল

দিল্লি থেকে প্রথমবার আই লিগে খেলতে চলেছে কর্পোরেট দল সুদেভা এফসি। ২০২০-২১ ফুটবল মরসুমে সুভেদা এফসি আই লিগে খেলবে।
বিডিং থেকে তিনটে দলকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়। এই তিনটি দল হল দিল্লির সুদেভা এফসি, ভাইজাগের শ্রীনিধি এফসি এবং রিনতি এফসি।

তিন দলের থেকে সুভেদা এফসির বেছে নিল ফেডারেশন

তিন দলের থেকে সুভেদা এফসির বেছে নিল ফেডারেশন

বুধবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দরপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই আই লিগে নতুন দল হিসেবে সুদেভা এফসির নাম ঘোষণা করে ফেডারেশন।

পরের মরসুমে আই লিগে আরও একটি কর্পোরেট দল

পরের মরসুমে আই লিগে আরও একটি কর্পোরেট দল

সেই সঙ্গে এও জানানো হয়েছে পরের বছর ২০২১-২২ মরসুমে বিশাখাপত্তনম থেকে শ্রীনিধি এফসি আই লিগে খেলতে চলেছে। রিনতি এফসির আবেদন নাকচ করেছে ফেডারেশন।

ফেডারেশনের বার্তা

ফেডারেশনের বার্তা

ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সুব্রত দত্ত জানিয়েছেন, 'ফেডারেশনের পক্ষ থেকে সুভেদা এফসিকে স্বাগত জানানো হচ্ছে। আশা করি এবারের আই লিগ দারুণ প্রতিযোগিতামূলক হবে। আই লিগে রাজধানী থেকে দল পাওয়া বড় পাওনা।'

এবার ১২ দলের আই লিগ

এবার ১২ দলের আই লিগ

নতুন কর্পোরেট দল আসায় এবারের আই লিগ ১২ দলের হতে চলেছে। করোনার কারণে ২০১৯-২০ মরশুমে আই লিগ শেষ করা যায়নি, তাই কোনও অবনমন হয়নি। মোহনবাগান আইএসএলে খেলবে। সেই জায়গায় এল সুদেভা এফসি লিগে খেলতে চলেছে। অন্যদিকে দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকে উঠে আসবে আর একটি দল। সব মিলিয়ে ২০২০-২১ মরশুমে ১২ দলের আই লিগ হবে।

তিন মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পিএসজিতিন মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পিএসজি

English summary
Delhi's Sudeva FC Become new Club to Play in 12 team I-League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X